কানাডিয়ান ইউনিভার্সিটির ফল সেমিস্টারে ভর্তি শুরু
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফল-২০২৩ সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চাইলে অনলাইনের মাধ্যমেও ভর্তি হতে পারবেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদ রয়েছে। এগুলো হলো- বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সমাজবিজ্ঞান অনুষদ। এসব অনুষদের অধীনে বিভিন্ন বিভাগ রয়েছে। বিভাগগুলো থেকে স্নাতক পর্যায়ের প্রোগ্রামে রয়েছে শিপিং ও মেরিটাইম সায়েন্স, বিবিএ, সিএসই, ইইই, এলএল.বি, ইংলিশ, মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম এবং স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস, এমবিএ ও ইএমবিএ। এছাড়া প্রথমবারের মত এমবিএ ডিগ্রি প্রত্যাশীদের জন্য রয়েছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা এনালিটিক্স প্রোগ্রামে মেজর করার সুযোগ। রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ে মেজর নিয়ে এমবিএ করার সুযোগ। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-ই দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে রয়েছে শিপিং এবং মেরিটাইম সায়েন্স নিয়ে পড়াশোনার সুযোগ। শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্সে পড়ালেখার মাধ্যমে সমুদ্র অর্থনীতিতে চাকরির রয়েছে অবারিত সুযোগ। স্কুল অব বিজনেসের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. রিদওয়ানুল হক। ডিনের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ জহুরুল আলম। এমবিএ ও ইএমবিএর কোর্স পরিচালনা করেন মার্কেটিংয়ের নন্দিত শিক্ষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ইমোশোনাল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ এবং ফিন্যান্সের প্রফেসর এস এম আরিফুজ্জামান। বিভাগে রয়েছেন প্রাক্তন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ডক্টরেট করা মো. আবু জাফর সাদেক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিন আশরাফ। বুয়েট, রুয়েট, কুয়েট এবং বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষকরা পাঠদান করছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই এবং ইইই বিভাগে। এছাড়া রয়েছে উন্নত কম্পিউটার ল্যাব এবং ডিজিটাল ক্লাসরুম। বিভাগের পক্ষ থেকে নিয়মিত আয়োজন করা হয় প্রোগ্রামিং কনটেস্ট, ইনোভেশন ইনকিউবেশন এনবং রোবোটিক্স প্রতিযোগিতা।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে রয়েছেন অভিজ্ঞ এবং নবীনদের সমন্বয়ে গড়া শিক্ষকমণ্ডলী, যারা দেশের এবং পৃথিবীর সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে এই বিভাগে শিক্ষকতা করছেন। আধুনিক গবেষণা উপযোগী শিক্ষা ব্যবস্থা , অনলাইন লাইব্রেরি, মুট কোর্ট, ডিবেট ইত্যাদি সুবিধাদি বিদ্যমান রয়েছে এই বিভাগে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মুট কোর্ট প্রতিযোগিতায় নিয়মিতভাবে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। আইন বিষয়ে দক্ষ ও যোগ্য গ্রাজুয়েট তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগ।
ইংলিশ বিভাগে রয়েছেন মিশিগান ইউনিভার্সিটি থেকে ফুলব্রাইট স্কলারশিপ পাওয়া শিক্ষক মো. আবদুল্লাহ আল মামুন। তিনি এখানে সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।
তাছাড়া মিডিয়া গ্র্যাজুয়েটদের শতভাগ চাকরির নিশ্চয়তা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগে পড়ার মাধ্যমে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপরে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় যাদের জিপিএ ৫ রয়েছে, তারা প্রথম এক বছর টিউশন ফিতে শতভাগ ছাড় পাবেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় যাদের সর্বমোট জিপি ৯ দশমিক ৫ , তারা প্রথম সেমিস্টারে টিউশন ফিতে ৭০% স্কলারশিপ পাবেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় যাদের সর্বমোট জিপিএ ৯ তারা প্রথম সেমিস্টারে টিউশন ফিতে ৫০ শতাংশ স্কলারশিপ পাবেন। স্নাতক পর্যায়ের সব প্রোগ্রামে রয়েছে ৪০ শতাংশ ছাড়। মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস-এ ভর্তিতে রয়েছে ২৫ শতাংশ ছাড়। তাছাড়াও ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে ইইই (স্নাতক), এমবিএ (রেগুলার) প্রোগ্রামে এবং ৬০ শতাংশ ছাড়ে ইএমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রামে। তিন বা ততোধিক ছাত্র/ছাত্রী একসঙ্গে ভর্তি হলে টিউশন ফিতে অতিরিক্ত ৫ শতাংশ ছাড় পাবেন। এই মূলমন্ত্রে বিশ্বাসী কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিটি ছাত্র-ছাত্রীকে চাকরি উপযোগী করে প্রস্তুত করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে।
Sunny / Sunny
এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত
পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য এএমএলন ও সিএফটি সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলো আইএফআইসি ব্যাংক
সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন
নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন, মিলছে মহাপরিচালকের পৃষ্ঠপোষকতা
তিতাস গ্যাসে প্রতিটি শেয়ারের বিপরীতে ২% নগদ লভ্যাংশ অনুমোদিত
অ্যাপার্টমেন্ট কেনার আগে ৫টি জরুরি বিষয়!
যমুনা ব্যাংক পিএলসি কক্সবাজারের হিমছড়িতে হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
*নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন, মিলছে মহাপরিচালকের পৃষ্ঠপোষকতা*
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ জন আটক