ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হলেন অভিনেতা বৃন্দাবন দাস


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৫-৯-২০২৩ দুপুর ৪:১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেছেন নাট্যকার ও পরিচালক বৃন্দাবন দাস। পড়াবেন নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে। আজ কর্মস্থলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন। ক্লাসও নিয়েছেন শিক্ষার্থীদের। নতুন এই অভিজ্ঞতা প্রসঙ্গে বৃন্দাবন বললেন, ‘ভালো লাগছে। সবার সঙ্গে আলাপ-আলোচনা বা যোগাযোগ স্থাপন করতে পারলে তো আনন্দ হয়। আমারও খুব ভালো লাগছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সেই সুযোগটি করে দিয়েছে।’

স্বামীর এ অর্জনে আবেগাপ্লুত হয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশিও। সামািজক যোগাযোগ মাধ্যমের পাতায় তিনি লিখেছেন, ‘ভদ্রলোক আজ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসাবে যোগদান করল। অনেক কাল পাশে আছি, কিছু চাওয়া নাই তার। মানুষকে সম্মান দেয় নির্বিকার ভাবে, সেটারও বিনিময় চাই না! যখন তার নাটকে হাজার হাজার সিডি বিক্রি হয়, তখন এক শুভাকাঙ্ক্ষী বলেছিল, বৃন্দাবনের বৃহস্পতি এখন তুঙ্গে, নিজে প্রোডাকশন করতে বলো। মাথার ওপর বিরাট লোনের বোঝা নিয়ে আমিও বলেছিলাম সে কথা! বলেছিল, আমি কি তাহলে আর নাট্যকার থাকলাম খুশি, সাথে ব্যবসায়ীটা যুক্ত হবে। বললাম, করছে তো সবাই? বলে, সবাই যা যা পারে আমি তো পারি না!

যেখানে একটু অর্থনৈতিক সুযোগ আছে, শতবার বলেও তাকে একটু উদ্যোগী করা যাবে না! কত মানুষ অর্থলগ্নি করতে চেয়েছে নাটক, সিনেমার জন্য! প্রত্যেককে নেগেটিভটাই আগে বলেছে। এখানে লাভসহ অর্থ ফেরত পাবার অনিশ্চয়তার কথা জানিয়েছে! জীবনের চলার দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে। বাচ্চা প্লে-গ্রুপ থেকে ইউনিভার্সিটি ৪র্থ ইয়ার। একই আছে তার উদ্যোগহীনতা এবং বিলাসিতার প্রতি অনাগ্রহ।' 

আবেগ প্রকাশ করে অভিনেত্রী খুশি আরও বললেন, ‘তোমার এই চাতুরীহীন, নির্মোহ উদ্যোগহীনতা, ছেলেদের নিজেকে পরিমাপ করতে শিখিয়েছে। আমরা রোজ সুন্দরের স্বপ্ন দেখবো। পূরণ হবে না, আবার পরেরদিন কিছুটা বিয়োগ করে ভাববো! সেটাও না হলে স্বপ্ন বদলে নেবো, তুমি ভেবো না! তুমি আছো, এর চেয়ে বড় সুন্দর আমাদের কাছে আর কিছু নাই।’

উল্লেখ্য, বৃন্দাবন দাসের রচনায় সম্প্রতি ‘প্যারালাল’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু হয়েছে। পরিচালনা করছেন এজাজ মুন্না। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, শাহনাজ খুশি, সৌম্য, দিব্যসহ আরও অনেকে। 

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর বিএনপির ইফতার বিতরণে শেকৃবি উপাচার্য যোগদান নিয়ে বিতর্ক

বিদেশগামী শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথিকৃৎ ‘লেক্সিকন’

শাহবাগীদের বিচার না হলে লড়াই চলবেঃ জাবি শিক্ষার্থীরা

বাঙলা কলেজ ছাত্রদলের হাতে আটক দুই ছিনতাইকারী

খুবির জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রের মারধরের অভিযোগ, তদন্তে প্রশাসন

খুবিতে আজ স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে ইফতার ও প্রীতিভোজ

জবির সি ইউনিটের ফল প্রকাশ আগামী ২০ মার্চ

‎১৬ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

খুবিতে আজ স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে ইফতার ও প্রীতিভোজ

ফেসবুকে পোস্ট দিয়ে পবিপ্রবির ছাত্রশিবির সভাপতির আত্মপ্রকাশ

‎জবি ঊষার সভাপতি নাইম, সম্পাদক লিশা

মৎস বীজ কেন্দ্র অধিগ্রহণ দাবিকে আমি মুগ্ধর দাবি হিসেবে গ্রহণ করছিঃ উপদেষ্টা ফরিদা আখতার

পরীক্ষার ফি কমানোর দাবিতে বার কাউন্সিলে স্মারকলিপি প্রদান