ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

প্রস্তুত মঞ্চ: রাত পোহালেই নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৬-৯-২০২৩ দুপুর ১২:৪২

দরজায় কড়া নাড়ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা। তাই সরগরম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র রাজনীতির মাঠ। কর্মীসভাকে ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি।

দীর্ঘ ছয় বছর পর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার বহুল প্রতীক্ষিত কর্মীসভা অনুষ্ঠিত হবে বুধবার (২৭ সেপ্টেম্বর)। কর্মীসভা উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কর্মী মেহেদী হাসান কর্মীসভা উপলক্ষ্যে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, " ছাত্রলীগ এর একজন কর্মী হিসেবে আমি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীসভা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছি। দীর্ঘদিন ধরে নতুন নেতৃত্বের জন্য মুখিয়ে আছে শাখা ছাত্রলীগের প্রতিটি সদস্য। কর্মীসভা কে ঘিরে নেতাকর্মীদের মাঝে গত দুই তিন ধরে উৎসব এর আমেজ দেখা দিয়েছে,নতুন নেতৃত্বে এমন নেতা আসুক যে ছাত্রলীগের নীতি ও আদর্শ কে ধারণ করে ছাত্রসমৃদ্ধির দিকে উদ্দেশ্যগ্রহণ করে এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের উন্নতি করতে প্রতিশ্রুত বদ্ধ থাকবে। আসন্নবর্তী জাতীয় নির্বাচন এ দেশরত্ন শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে দক্ষ ও সাংগঠনিক নেতৃত্বের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাচাই-বাছাই করলে এই রকম মেধা ও যোগ্যতা সম্পন্ন নেতা অবশ্যই পাওয়া যাবে। সর্বোপরি সকলের মঙ্গল ও কর্মীসভার সফলতা কামনা করছি।"
বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে অনুষ্ঠিত হবে এই কর্মীসভা। ছাত্রলীগের কর্মীসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস, ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। কারা আসছে আগামীর নেতৃত্বে তারই প্রতীক্ষায় প্রহর গুনছে সবাই। 

এর আগে চলতি বছরের জুলাই মাসের ৪ তারিখে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নজরুল বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত করা হয় এবং একই মাসের ৯ তারিখে আরেক বিজ্ঞপ্তিতে পদপ্রত্যাশীদের সিভি আহবান করা হয়। 

এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পাওয়ার দৌড়ে আছেন প্রায় দেড় শতাধিক প্রার্থী। এখন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন পদপ্রত্যাশীরা।

করোনাকালে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে মানবিক সহায়তা নিয়ে যারা মাঠে ছিলেন, তারা মূল্যায়নের প্রত্যাশায় রয়েছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলায় সক্ষম নেতৃত্বের প্রত্যাশা নেতাকর্মীদের। বিতর্কিতরা যেন কোনোভাবেই পদ না পায়, আগে থেকেই সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ ছাত্রলীগের সাধারণ কর্মীদের।

ছাত্রলীগের কর্মীসভা ঘিরে প্রস্তুতি ও সার্বিক বিষয় সম্পর্কে প্রশ্ন করা হলে শীর্ষ পদপ্রত্যাশী রাশেদুল ইসলাম রিয়েল সরকার বলেন, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার ভিশন 'স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 
আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দেখিয়ে দিতে চাই, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিদ্রোহী কবি নজরুলের কবিতার মতোই শক্তিশালী একটি ইউনিট এবং সেই সাথে আমরা আশাবাদী যোগ্য,স্মার্ট নেতৃত্বের হাতেই আসবে আগামীর নেতৃত্ব।

সার্বিক বিষয় জানতে চাওয়া হলে আরেক শীর্ষ পদ প্রত্যাশী মোস্তফা নুরুজ্জালাল হীরা বলেন, বাংলাদেশের ছাত্র সমাজের নিরাপদ সাহসের  কেন্দ্রবিন্দু বাংলাদেশ ছাত্রলীগ । দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ এই ছাত্র সংগঠনের দুই শীর্ষ নেতৃত্ব নজরুল বিশ্ববিদ্যালয়ের চলমান ৭ বছরের অচলায়তন ভেংগে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সভার আয়োজন করেছে । এটি আমাদের জন্য আমাদের জন্য উচ্চাসের আনন্দের। নতুন নেতৃত্ব তৈরি হলে নির্বাচন সামনে রেখে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বাড়বে বলে মনে করছি । ২৪ এর নির্বাচন আমদের জন্য বড় একটি চেলেঞ্জ আমি নেত্বত্বে আসনে নৌকার বিজয়ের লক্ষ্যে বিচক্ষনার সাথে মাঠে থেকে কাজ করে যাবো।

উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে হয়েছিল নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন। এক বছরের মেয়াদ শেষে কর্মীসভা হওয়ার কথা থাকলেও তা গড়িয়েছে ছয় বছরে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান সম্পাদক শাহাদৎ

গল্লামারীর মৎস্য খামারের সামনে 'খুলনা বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানালো খুবি শিক্ষার্থীরা

রাবি প্রশাসনের সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিব মোরাল ভাঙচুর

হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে: উপাচার্য কামরুল আহসান

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম

জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের

পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবিতে হিজাব দিবসের র‍্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল

গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের

সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন

নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা

রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'