ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

'জননেত্রী শেখ হাসিনা উচ্চশিক্ষার সুযোগ দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন'


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৭-৯-২০২৩ দুপুর ২:৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, দক্ষতা অর্জনই বর্তমানে যোগ্যতার প্রধান মাপকাঠি। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ সবাই হয়তো সনদ পাবে কিন্তু সবার দক্ষতা এক থাকবে না। প্রতিযোগিতার বিশ্বে যারা যতো দক্ষতা অর্জন করতে পারবে তারা অন্যের তুলনায় সবকিছুতেই এগিয়ে থাকবে। কারণ, বর্তমান বিশ্বে যোগ্যতার অন্যতম প্রধান মাপকাঠি হলো দক্ষতা।  তিনি আজ ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বুধবার নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রাজুর বাজার নেত্রকোণা)  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, তোমরা অত্যন্ত ভাগ্যবান কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়ার সুযোগ পেয়েছ। আমাদের সময় মাত্র চারটি সাধারণ বিশ্ববিদ্যালয় ছিল। আর এখন জননেত্রী শেখ হাসিনা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। উচ্চশিক্ষার সুযোগ আজ দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন। 
 
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. সৌমিত্র শেখর আরও বলেন, মনে সাহস রাখবে। প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং ভাষাগত দিক থেকেও দক্ষ হবে তোমরা। আগামী পাঁচ বছর পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তামাদের দেখতে চাই। সেইভাবে নিজেদের তৈরি করো। নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তোমাদের জন্য উন্মুক্ত থাকবে। নজরুল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাথে  জ্ঞানের বিনিময় হলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হতে পারবে। 
 
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সুব্রত কুমার আদিত্য, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেন চৌধুরী এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মিহির চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) শুভ্র চন্দন মহলী। 

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান সম্পাদক শাহাদৎ

গল্লামারীর মৎস্য খামারের সামনে 'খুলনা বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানালো খুবি শিক্ষার্থীরা

রাবি প্রশাসনের সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিব মোরাল ভাঙচুর

হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে: উপাচার্য কামরুল আহসান

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম

জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের

পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবিতে হিজাব দিবসের র‍্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল

গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের

সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন

নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা

রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'