ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সামিট কমিউনিকেশনস্‌ ব্যবহার করবে জুনিপার নেটওয়ার্কের ৪০০জি সলিউশন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ৩:৩০

জুনিপার-এর সমন্বিত অপটিক্যাল রাউটিং সলিউশন সেবাদাতা প্রতিষ্ঠানগুলির পরিধি ও কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি স্থাপনার উপযুক্ত ব্যবহার এবং শক্তি ও খরচ সাশ্রয়ে আনবে বৈপ্লবিক পরিবর্তন

বাংলাদেশের শীর্ষস্থানীয় ‘এন্ড-টু-এন্ড’ টেলিকমিউনিকেশন  অবকাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস্‌ লিমিটেড ৪০০জি কনভার্জড অপটিক্যাল রাউটিং সলিউশন সক্ষমতা বৃদ্ধির জন্য জুনিপার নেটওয়ার্কস-এর (এনওয়াইএসই: জেএনপিআর) পিটিএক্স সিরিজের রাউটার  ব্যবহার করবে। সুরক্ষিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নেটওয়ার্ক প্রদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জুনিপার নেটওয়ার্কস-এর রাউটার সামিট-এর মূল নেটওয়ার্কের ভিত্তি হিসেবে কাজ করবে। এটি নির্বিঘ্নে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দেশের বিভিন্ন ‘পয়েন্ট অব প্রেজেন্স’-এ (পপ) শতাধিক কিলোমিটার এলাকাজুড়ে বর্ধিত সংযোগের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে। 

গত এক দশকে বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে ডিজিটালাইজেশন হয়েছে। ৬৬.৯৪ মিলিয়ন (৬ কোটি ৬৯ লাখ ৪০ হাজারেরও বেশি) ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে বাংলাদেশ একটি উদীয়মান ডিজিটাল অর্থনীতির আবাসস্থলে পরিণত হয়েছে। এই রূপান্তরের প্রক্রিয়াকে আরও গতিময় করে তুলেছে বাংলাদেশ সরকার-এর ডিজিটাল বাংলাদেশ রূপকল্প। এই রূপকল্প যথাযথভাবে বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সামিট কমিউনিকেশনস্ দেশের নেটওয়ার্কিং  অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা পালন করছে। সামিট কমিউনিকেশনস্-এর নির্মিত দেশের বৃহত্তম ফাইবার অপটিক নেটওয়ার্ক অবকাঠামো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য।

বাংলাদেশে মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন ধরনের ডিজিটাল সেবার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে সামিট কমিউনিকেশনস্ বর্তমান ও ভবিষ্যতে দেশের সংযোগের চাহিদা মেটানোর জন্য উদ্ভাবনী নেটওয়ার্কিং সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে চায়। এক দশকের চেয়েও দীর্ঘ সম্পর্কের উপর ভিত্তি করে সামিট ৪০০জি নেটওয়ার্কের রূপান্তরের জন্য জুনিপার-এর সাথে অংশীদারিত্ব করেছে।

একটি কনভার্জড অপটিক্যাল রাউটিং আর্কিটেকচারের মাধ্যমে নিরবচ্ছিন্ন রূপান্তর নিশ্চিত করে নেটওয়ার্কের সম্প্রসারণ, সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি করতে সামিট কমিউনিকেশনস্‌ জুনিপার-এর পিটিএক্স১০০০০ সিরিজ প্যাকেট ট্রান্সপোর্ট রাউটার ব্যবহার করবে। ৪০০জি কোহেরেন্ট অপটিক্স সম্বলিত এই রাউটারগুলো সামিট-এর নেটওয়ার্কের ‘পয়েন্ট অব প্রেজেন্সগুলোকে (পপ)’ উচ্চ গতির ডেটা ট্রান্সমিশনে সক্ষম করে তুলবে।

জুনিপার-এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নেটওয়ার্ক উন্নয়নের ফলে সামিট কমিউনিকেশনস্ গ্রাহকদের চাহিদা মেটানোর ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান অর্জন করবে। এভাবে গ্রাহকদের উন্নত সেবার অভিজ্ঞতা প্রদান করে প্রতিষ্ঠানটি বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।

সামিট কমিউনিকেশনস্ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ আল ইসলাম বলেন, “বাংলাদেশে মোবাইল অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গ্রাহকদেরকে উচ্চমানের নেটওয়ার্কিং অবকাঠামো সেবা প্রদানের ক্ষেত্রে আমরা ক্রমাগত অসাধারণ অগ্রগতি অর্জন করেছি। জুনিপার-এর সাথে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পেরে, বিশেষ করে ৫জি সল্যুশন বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। তাদের সলিউশন আমাদের নেটওয়ার্কের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে গ্রাহকদের জন্য ৫জি সংযোগ সুবিধা প্রদান করার সময় নেটওয়ার্ক স্লাইসিং এবং সেগমেন্ট রাউটিংয়ের দ্রুত, নির্ভরযোগ্য ও আলট্রা-লো-লেটেন্সি পরিষেবাসমূহ নিশ্চিতকরণ সম্ভব হবে। এই অংশীদারিত্বের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে সক্ষম হবো বলে আমরা বিশ্বাসী।”

সামিট কমিউনিকেশনস্ লিমিটেড-এর চিফ নেটওয়ার্ক আর্কিটেক্ট মোঃ ফররুখ ইমতিয়াজ বলেন, “আমাদের মূল লক্ষ্যগুলোর একটি হলো নেটওয়ার্ক প্রদত্ত নতুন পরিষেবা উদ্ভাবনের পথে নেতৃত্ব দেওয়া। জুনিপার-এর ৪০০জি সল্যুশনস আমাদের নেটওয়ার্কের কার্যক্রমের পরিধি ও সক্ষমতা বাড়িয়ে আরও মজবুত ভিত্তি স্থাপন করতে সাহায্য করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুনিপার-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে গড়ে তোলা নেটওয়ার্ক আমাদেরকে বিশে^র সাথে সংযুক্ত করে সেরা মানের পরিষেবা প্রদানে সক্ষম করে তুলবে। এর ফলে আমরা এমন একটি ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক সমাজের বিকাশে অবদান রাখতে পারব, যেখানে সবাই অত্যাধুনিক পরিষেবা ব্যবহারের সুযোগ পাবে।” 

জুনিপার নেটওয়ার্কস-এর ম্যানেজিং ডিরেক্টর এবং ভারত ও সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর কান্ট্রি ম্যানেজার সাজান পল বলেন, “বিগত বছরগুলোয় আমরা সামিট কমিউনিকেশনস্‌-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের নেটওয়ার্কিং ল্যান্ডস্কেপ পরিবর্তনে কাজ করছি এবং আমরা তাদের নেটওয়ার্ক রূপান্তরের যাত্রায় ভূমিকা রাখতে পেরে গর্বিত। আমাদের অনন্য সল্যুশনগুলোর মাধ্যমে তাদের লক্ষ্য পূরণে প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহে এবং ভবিষ্যত ব্যবসা ও গ্রাহকদের ক্রমবর্ধমান সংযোগের চাহিদা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” 

জুনিপার অপারেটর বা ব্যবহারকারীর নেটওয়ার্কিং অভিজ্ঞতার মান বৃদ্ধিতে কাজ করে। আমরা অটোমেটেড ম্যানেজমেন্ট টুলস এবং পাওয়ারফুল নেটওয়ার্ক অ্যানালিটিক্স ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ক অপারেটরদের কাজকে সহজতর করতে চাই। আমরা ব্যবহারকারীদের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করতে চাই। তারা যেন নির্বিঘ্নে সকল অ্যাপ্লিকেশন এবং অন্যান্য পরিষেবা ব্যবহার করতে পারে, সেটিও নিশ্চিত করতে চাই আমরা৷ আমাদের লক্ষ্য হলো উদ্ভাবনী পণ্য সরবরাহ করা, যা মূলত নেটওয়ার্কিং‘অভিজ্ঞতা’ বৃদ্ধি করবে। বিস্তারিত জানতে ভিজিট www.juniper.net  অথবা টুইটার, লিংকডইন এবং ফেইসবুক। 

সামিট কমিউনিকেশনস্ একটি গ্রুপ অব কোম্পানিজ (এসকম গ্রুপ), যেটির সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত। প্রতিষ্ঠানটি ৫৫ হাজার কিলোমিটারেরও বেশি ফাইবার অপটিক নেটওয়ার্ক ও ৪ হাজার ৫শ টাওয়ার পরিচালনার পাশাপাশি বাংলাদেশের ৩৫ শতাংশ ইন্টারনেট চাহিদা পূরণ করছে। দেশের প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবলেরও সূচনা করেছে কোম্পানিটি। সামিট গ্রুপ ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় গড় ৯৯.৯% ‘আপটাইম’- এর সর্বাধুনিক নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদান করছে। বিস্তারিত জানতে ভিজিট করুন  www.summitcommunications.net  অথবা লিংকডইন এবং ফেইসবুক।  

Sunny / Sunny

সিলেটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক-এর পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ

সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি- এর সার্টিফিকেশন অর্জন

সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল নিয়ে গুজব: বিজিবির প্রতিবাদ

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-এ সাউথইস্ট

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

চাঁদপুরে বাউবির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন

কমিউনিটি ব্যাংক ও হলিডে ইন ঢাকার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

প্রথমবারের মত সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করলো এনআরবিসি ব্যাংক

টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে মানব পাচারকারী আটক

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার “রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা”-কে আর্থিক সহায়তা প্রদান করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি