ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে রমজানে বিশেষ আয়োজন 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ২:১৯

পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেলটিতে থাকছে বিশেষ সাজসজ্জা সাথে থাকছে গুলশান বেকিং কোম্পানি লবি ক্যাফেতে লাইভ ইফতার বাজার, প্রিমিয়াম ইফতার বক্স যা শুরু হচ্ছে ৭০০০ টাকা থেকে।

তাছাড়াও বাহার মাল্টি কুইজিন বুফে রেস্টুরেন্টে থাকছে ইফতার এবং ডিনার সেখানে একটি কিনলে একটি ফ্রি থেকে শুরু করে একটি কিনলে চারটি ফ্রি পর্যন্ত অফার বিশেষ

ব্যাংক কার্ডের উপরে ৯৫০০ টাকায়। সাপ্তাহিক ছুটির দিন এবং বিশেষ ছুটির দিনগুলোতে থাকছে সুহুর বুফে যেখানে থাকছে একটি কিনলে একটি ফ্রি এর অফার ৫৫৫৫ টাকায়। সি আর ফাইন্ড ডাইনিং এ থাকছে বিশেষ আলা কার্ট ইফতার মেনু।

পুরো মাস জুড়ে থাকছে বিভিন্ন রকমের আয়োজন এবং হোটেলটি সেজে উঠেছে রমজানের সাজসজ্জায় সাথে প্রাইম পার্টনার হিসেবে থাকছে প্রিমিয়ার ব্যাংক।

Sunny / Sunny