ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

পাবিপ্রবিতে ২১ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ১:৫০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ল্যাবের যন্ত্রপাতি কেনার ২১ কোটি ৪৬ লাখ টাকার  টেন্ডারে নিয়ম ভেঙ্গে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। টেন্ডার মূল্যায়নে অনিয়ম দেখিয়ে বুধবার (১৮ এপ্রিল) মেসার্স এন.এস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প পরিচালক বরাবর চিঠি দিয়েছেন। তারা কাজ পাওয়া প্রতিষ্ঠান ‘গ্লোবাল টেকনোলজি’র টেন্ডার বাতিল করার জন্য প্রকল্প পরিচালকের কাছে আবেদন জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকের অফিস সূত্র বলছে, প্রকল্প পরিচালকের দপ্তর থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে বিভিন্ন বিভাগের জন্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনার জন্য ৬ ফেব্রুয়ারি একটি টেন্ডার (লট-৩) আহ্বান করা হয়। টেন্ডারে শর্ত দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে ৫ বছরের অভিজ্ঞতা এবং একসাথে ৮ কোটি ৬০ লাখ টাকার বৈজ্ঞানিক অথবা ল্যাবরেটরির যন্ত্রপাতি দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। একই সাথে টেন্ডার জমা দেওয়ার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে টেন্ডার সিডিউলে পণ্যের ব্র্যান্ড নাম, মডেল এবং কোন দেশের পণ্য সেটা উল্লেখ করে দিতে হবে। যদি কোন পণ্য ডুপ্লিকেট হয় কিংবা পণ্যের গুণগত মান ভালো না হয় তাহলে ঐ প্রতিষ্ঠান কাজ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেনা। এই টেন্ডারে গ্লোবাল টেকনোলজি এবং মেসার্স এন.এস এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার দাখিল করেন।

মেসার্স এন.এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে অভিযোগপত্রে উল্লেখ করা হয়, টেন্ডার জমা দেওয়ার সময় টেন্ডার সিডিউলে ব্র্যান্ডের নাম, মডেল, দেশের নাম গ্লোবাল টেকনোলজি উল্লেখ করেনি। পণ্যের জন্য টেন্ডার নোটিশে দেওয়া টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলোও পূরণ করতে পারেনি গ্লোবাল টেকনোলজি। দরপত্রে কোন ডুপ্লিকেট পণ্য না দেওয়ার কথা থাকলেও গ্লোবাল টেকনোলজির প্রস্তাবিত অনেকগুলো যন্ত্রই ডুপ্লিকেট এবং সেগুলোর কোন গ্যারান্টি ওয়ারেন্টি নেই বলে তারা জানতে পেরেছে।

মেসার্স এন.এস এন্টারপ্রাইজ আরো অভিযোগ করেন, দরপত্রে দেওয়া শর্তে একসাথে ৮ কোটি ৬০ লাখ টাকার বৈজ্ঞানিক অথবা ল্যাবরেটরির যন্ত্রপাতি সরবরাহের অভিজ্ঞতা গ্লোবাল টেকনোলজির না থাকলেও জালিয়াতির করে সে অভিজ্ঞতা দেখানো হয়েছে। 

যন্ত্রপাতি কেনার জন্য ১ এপ্রিল টেকনিক্যাল সাব কমিটির বৈঠকের কার্যবিবরণীর একটি নথি এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে তারা টেন্ডারে চাহিদাকৃত টেকনিক্যাল স্পেসিফিকেশন এর সাথে গ্লোবাল টেকনোলজির চেয়ে মেসার্স এন.এস এন্টারপ্রাইজের বেশি সামঞ্জস্যতা খুঁজে পান। তবে মেসার্স এন.এস এন্টারপ্রাইজের চেয়ে গ্লোবাল টেকনোলজি কম মূল্যে যন্ত্রপাতি সরবরাহ করতে পারবেন বলে টেকনিক্যাল সাব কমিটি পিপিআর-২০০৮ মোতাবেক পণ্য ক্রয় করার জন্য ইভালিউশন কমিটির কাছে সুপারিশ করেন।

দরপত্র দাখিলে একটি নথি এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দেখা যায় প্রশাসনের দেওয়া ২১ কোটি ৪৬ লাখ বাজেটের মধ্যে মেসার্স এন. এস এন্টারপ্রাইজ তাদের জমা দেওয়া দরপত্রে ২৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকায় যন্ত্রপাতি কিনে দিতে পারবেন বলে উল্লেখ করেন। অন্যদিকে গ্লোবাল টেকনোলজি ২১ কোটি ২৪ লক্ষ ৯৯ হাজার ৭শ টাকায় যন্ত্রপাতি কিনে দিতে পারবেন বলে উল্লেখ করেন। 

মেসার্স এন.এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনিসুর রহমান বলেন, ‘টেন্ডার নোটিশে, কোন প্রতিষ্ঠান ২১ কোটি ৪৬ লাখ টাকার চেয়ে সর্বনিন্ম ১৫% কম অথবা সর্বোচ্চ ১৫% বেশি মূল্যে যন্ত্রপাতি সরবরাহ করতে পারবেন। আমরা যে মূল্য তালিকা দিয়েছি সেটি দরপত্রে উল্লেখ করা মূল্যের চেয়ে বেশি কিন্তু সর্বোচ্চ ১৫% এর চেয়ে কম। আমরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দেখিয়েছি কিন্তু সীমার বাইরে যাইনি, পাশাপাশি আমরা যতগুলো পণ্য দেখিয়েছি সেগুলো টেন্ডার স্পেসিফিকেশন অনুযায়ী হয়েছে, অথচ আমাদের বাদ দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যে প্রতিষ্ঠান কাজ পেয়েছে তাদের সাথে প্রকল্প পরিচালকের আগে থেকেই সম্পর্ক ছিলো। টেন্ডারে শর্ত ছিলো এখানে আমেরিকা, জার্মানি, ইতালি এবং সময় পর্যায়ের দেশের পণ্য দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু ওদের বেশির ভাগ পণ্যই চীনের। টেন্ডারে দেওয়া অনেকগুলো শর্ত তারা পূরণ করতে পারেনি অথচ ঐ প্রতিষ্ঠানকেই কাজ দেওয়া হয়েছে।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ল্যাফটেনেন্ট কর্ণেল (অবঃ) আজিজুর রহমানের সাথে জানতে চাইলে তিনি মেসার্স এন.এস এন্টারপ্রাইজের অভিযোগগুলো মিথ্যা বলেন। তিনি বলেন, ‘আমরা যা করেছি সেগুলো নিয়ম অনুযায়ী করেছি। এন.এস এন্টারপ্রাইজ যেহেতু কাজ পায়নি তাই তারা অভিযোগ করছে, তাদের অভিযোগগুলো মিথ্যা। তারা কাজ পায়নি বলেই এখন নানান জনের কাছে অভিযোগ করছেন।’ এ সময় গ্লোবাল এন্টারপ্রাইজের টেন্ডার সিডিউল দেখতে চাইলে তিনি সেটা দেখাতে রাজি হননি। 

এমএসএম / এমএসএম

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা