নতুন আঙ্গিকে অফিসিয়াল সনি পণ্যের সমাহার নিয়ে "র্যাংগস ইলেকট্রনিক্স - মিরপুর-১০" শোরুমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করল র্যাংগস ইলেকট্রনিক্স
সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, বেগম রোকেয়া সরণি, মিরপুর-১০, ঢাকা (মেট্রো রেল পিলার নং: ২৬৬) -এ নতুন আঙ্গিকে "র্যাংগস ইলেকট্রনিক্স - মিরপুর-১০" শোরুমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করল।
এখানে আসলেই ক্রেতা এক্সপেরিয়েন্স করতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির "ব্রাভিয়া এক্সআর" প্রসেসর সমৃদ্ধ ঙখঊউ ঞঠ, ৪ক এড়ড়মষব ঞঠ; ঝড়হু অষঢ়যধ ঈধসবৎধ, লেন্স ও এক্সেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম।
পাশাপাশি থাকছে অফিসিয়াল খএ ৪ক টঐউ, ঘধহড়ঈবষষ এবং ঙখঊউ টিভি; অও ওহাবৎঃবৎ রেফ্রিজারেটর; ওয়াাশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ডযরৎষঢ়ড়ড়ষ, ঊষবপঃৎড়ষীঁ, কবষারহধঃড়ৎ, জধহমং, চযষরঢ়ং সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরো অনেক চমক।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মিস বিনাস হোসেন এবং সনি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ এর সম্মানিত ব্রাঞ্চ হেড, মি. রিকি লুকাস, যৌথভাবে "র্যাংগস ইলেকট্রনিক্স - মিরপুর-১০" শোরুমের উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন সনি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ ও র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রেতা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
মি. রিকি লুকাস বলেন, "র্যাংগস ইলেকট্রনিক্স ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং র্যাংগস ও সনির এই যাত্রা অফিসিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে আমার দৃঢ় বিশ্বাস"।
একই সাথে তিনি সকল ক্রেতাকে সনি এক্সপেরিয়েন্স জোন এ এসে বিশ্বমানের অফিসিয়াল সনি ব্রাভিয়া এক্স আর ওলেড, আলফা ক্যামেরা ও সনি সাউন্ড সিস্টেম এক্সপেরিয়েন্স করার অনুরোধ জানান।
গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।
Sunny / Sunny
শ্যামলীতে আড়ংয়ের ৩২তম আউটলেটের উদ্বোধন, ঢাকায় কারুশিল্প সম্প্রসারণের এক নতুন মাইলফলক
প্রাইম ব্যাংক ও বাউয়ার্ক লিমিটেডের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিসিসিবি ওমেন আয়োজিত পিঠা উৎসব
বাংলাদেশের ১ নাম্বার ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু
বিশ্ব শান্তি রক্ষায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে নৌবাহিনীর সদস্যদের ঢাকা ত্যাগ
আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ডে পেল রবি
সাইবার স্পেসে কমপ্লায়েন্স নিয়ে এএমএল-সিএফটি কর্মকর্তাদের জন্য সেমিনার আয়োজন করলো বিকাশ
শহীদ জিয়ার আদর্শকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ভিসা ক্যাম্পেইনে বিজয়ী হলেন আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহক
পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি মোঃ ফারুক হোসেন গ্রেপ্তার
আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করলো ডিএনসিসি
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন