নতুন আঙ্গিকে অফিসিয়াল সনি পণ্যের সমাহার নিয়ে "র্যাংগস ইলেকট্রনিক্স - মিরপুর-১০" শোরুমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করল র্যাংগস ইলেকট্রনিক্স
সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, বেগম রোকেয়া সরণি, মিরপুর-১০, ঢাকা (মেট্রো রেল পিলার নং: ২৬৬) -এ নতুন আঙ্গিকে "র্যাংগস ইলেকট্রনিক্স - মিরপুর-১০" শোরুমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করল।
এখানে আসলেই ক্রেতা এক্সপেরিয়েন্স করতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির "ব্রাভিয়া এক্সআর" প্রসেসর সমৃদ্ধ ঙখঊউ ঞঠ, ৪ক এড়ড়মষব ঞঠ; ঝড়হু অষঢ়যধ ঈধসবৎধ, লেন্স ও এক্সেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম।
পাশাপাশি থাকছে অফিসিয়াল খএ ৪ক টঐউ, ঘধহড়ঈবষষ এবং ঙখঊউ টিভি; অও ওহাবৎঃবৎ রেফ্রিজারেটর; ওয়াাশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ডযরৎষঢ়ড়ড়ষ, ঊষবপঃৎড়ষীঁ, কবষারহধঃড়ৎ, জধহমং, চযষরঢ়ং সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরো অনেক চমক।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মিস বিনাস হোসেন এবং সনি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ এর সম্মানিত ব্রাঞ্চ হেড, মি. রিকি লুকাস, যৌথভাবে "র্যাংগস ইলেকট্রনিক্স - মিরপুর-১০" শোরুমের উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন সনি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ ও র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রেতা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
মি. রিকি লুকাস বলেন, "র্যাংগস ইলেকট্রনিক্স ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং র্যাংগস ও সনির এই যাত্রা অফিসিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে আমার দৃঢ় বিশ্বাস"।
একই সাথে তিনি সকল ক্রেতাকে সনি এক্সপেরিয়েন্স জোন এ এসে বিশ্বমানের অফিসিয়াল সনি ব্রাভিয়া এক্স আর ওলেড, আলফা ক্যামেরা ও সনি সাউন্ড সিস্টেম এক্সপেরিয়েন্স করার অনুরোধ জানান।
গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।
Sunny / Sunny
চাঁদপুরে বাউবির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন
কমিউনিটি ব্যাংক ও হলিডে ইন ঢাকার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
প্রথমবারের মত সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করলো এনআরবিসি ব্যাংক
টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে মানব পাচারকারী আটক
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার “রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা”-কে আর্থিক সহায়তা প্রদান করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপের কৌশলগত সহযোগিতা: যুবসমাজের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন উদ্যোগ
ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ
বিএসইসি ও সিএসইর যৌথ উদ্যোগে 'এএমএল/সিএফটি কমপ্লায়েন্স' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন
বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান পলাশ
সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রো ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আনছে রিয়েলমি সি৮৫ প্রো!
মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে ৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড