ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

স্ট্যাকমিস্ট গালা নাইটে ঝলমলে ইনফ্লুয়েন্সার ও কর্পোরেট নেতারা


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৭-৬-২০২৪ বিকাল ৫:৩

যাত্রা শুরু করলো এশিয়াটিক ৩৬০-এর নতুন উদ্যোগ, স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। ৬ জুন, আলোকি ভেন্যুতে স্ট্যাকমিস্ট গালা নামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত চেয়ারম্যান আসাদুজ্জামান নূর। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যাকমিস্টের ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম, সিইও তাসনুভা আহমেদ টিনা, পরিচালক ইরেশ যাকের এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ। তাদের সম্মিলিত স্বপ্ন হলো, স্ট্যাকমিস্টকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যা ব্র্যান্ড এবং ইনফ্লুয়েন্সারদের মধ্যে সুনির্দিষ্ট ও সুসংগঠিত সম্পর্ক গড়ে তুলবে।

স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্ষেত্রে সংগঠিত ও কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে সংগঠিত হয়েছে। এই নতুন উদ্যোগটি ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সারদের জন্য ইনোভেটিভ সল্যুশন এবং কৌশল প্রদান করবে যা ডিজিটাল স্পেসে ব্র্যান্ড ভিজিবিলিটি এবং এনগেজমেন্টকে আরও বৃদ্ধি করবে।

তারকা-উজ্জ্বল এই স্ট্যাকমিস্ট গালা অনুষ্ঠানে বিভিন্ন ইন্ডাস্ট্রির শীর্ষ ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ড কর্মকর্তাদের লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের জমকালো পরিবেশ এবং ঝলমলে আয়োজন নেটওয়ার্কিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের নতুন অধ্যায় উদযাপনের জন্য একটি চমৎকার পরিবেশ প্রদান করেছে।

"স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের উদ্বোধন, আমাদের ডিজিটাল মার্কেটিং জগতে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচনের প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি," বলেন সিইও তাসনুভা আহমেদ টিনা। "আমাদের লক্ষ্য হল ব্র্যান্ড এবং ইনফ্লুয়েন্সারদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, যা উভয় পক্ষের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির জন্য আরও কার্যকর এবং প্রভাবশালী ভূমিকা পালন করবে।"

ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম যোগ করেন, "আমরা স্ট্যাকমিস্টকে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের অন্যতম পথপ্রদর্শক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার প্রচেষ্টায় অত্যন্ত আশাবাদী, যা বিভিন্ন ইনোভেটিভ সল্যুশন এবং সুনিপুণ কৌশলের মাধ্যমে অভূতপূর্ব ফলাফল প্রদানের প্রতিশ্রুতি দেয়।"

অনুষ্ঠানে ছিলো আকর্ষণীয় প্রেজেন্টেশন এবং ইন্টার‍্যাক্টিভ সেশন, যা স্ট্যাকমিস্টের অনন্য দৃষ্টিভঙ্গি এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ভবিষ্যতের জন্য তাদের সুদূরপ্রসারী চিন্তাভাবনা তুলে ধরে পুরো অনুষ্ঠান জুড়েই।

উপস্থিত ব্যক্তিবর্গের সামনে, স্ট্যাকমিস্ট কিভাবে ইন্ডাস্ট্রি পুনর্গঠন করতে পারে এবং সকল পক্ষের জন্য সুবিধা সৃষ্টি করতে পারে, তার সুপষ্ট চিত্র ফুটিয়ে তোলা হয়। 

 

Sunny / Sunny

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিএইচবিএফসি’র শ্রদ্ধানিবেদন

'রুপায়ণ লেক ক্যাসেলে বিজয় দিবস উপলক্ষ্যে 'রুপায়ণ বিজয় আলো ২০২৫'

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ পেট ক্লিনিক 'Pawsitive Veterinary Clinic'-এর শুভ উদ্বোধন: পোষা প্রাণীর যত্নে এক নতুন আস্থার ঠিকানা

রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু, প্রথম দিনেই গ্রাহকদের ব্যাপক সাড়া

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

হাতীবান্ধায় প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেনে গ্রাহককে উৎসাহিত করতে আবারও বিকাশ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন

বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ

বাজুসের প্রধান উপদেষ্টা হলেন সায়েম সোবহান আনভীর

অনারের ‘বিজয়’ অফারে মিলছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে বিতরণ হলো ৫ হাজার কোটি টাকার ডিজিটাল লোন

`প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ

রূপায়ণ সিটিতে উত্তরাতে ৬ দিন ব্যাপি ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু সোমবার বিশেষ অফার ও আকর্ষণীয় *ই.এম.আই* সুবিধা