ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ঈদ উপলক্ষ্যে ৮ হাজার আউটলেটে জিপি স্টার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা 


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৩-৬-২০২৪ রাত ৯:২৬

ঈদ-উল-আযহা উপলক্ষে ৮ হাজার পার্টনার আউটলেট থেকে বিভিন্ন পণ্য ও সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে গ্রামীণফোন। জিপিস্টার গ্রাহকদের উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে ঈদ উপলক্ষ্যে এই সুবিধা নিয়ে এসেছে কোম্পানিটি। গ্রামীণফোনের ওপর আস্থা রাখা গ্রাহকদের বিপুল সংখ্যক আউটলেটের মাধ্যমে বিশেষ সুবিধা প্রদান করার বিষয়টি একটি মাইলফলক অর্জন। যে অর্জনের হাত ধরে গ্রাহকরা বিভিন্ন আউটলেটে অগ্রাধিকার এবং আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করতে পারবেন। তাদের নিত্য দিনের প্রয়োজন মেটানো এবং আনন্দ আয়োজন হয়ে উঠবে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময়। ঈদের আনন্দকে স্মরণীয় ও আনন্দময় করে তুলতে অনন্য সব সুবিধার মধ্যে রয়েছে বিশেষ ছাড়, অফার ও সেবা।    

এগুলো হচ্ছে অনলাইন পশুর হাটে আকর্ষণীয় সুবিধা, জনপ্রিয় পোশাক ও জুতার ব্র্যান্ডগুলোতে ছাড়, ইলেকট্রনিক্স পণ্য ও গৃহস্থালী সরঞ্জামে অফার এবং নান্দনিক পরিচর্যার ক্ষেত্রে বাড়তি সুবিধা। সেলুন ও বিউটি পার্লারে সেবা গ্রহণের পাশাপাশি বিমান টিকেট, হোটেল ও রিসোর্ট বুকিংয়ের ক্ষেত্রে রয়েছে অগ্রাধিকার এবং আরো অনেক কিছু; সব মিলিয়ে যা গ্রাহককে দেবে পরিপূর্ণ উৎসবের আমেজ।   

জিপি স্টার গ্রাহকরা ২৫টি ফ্যাশন, লাইফস্টাইল ও অ্যাক্সেসরিজ, ৮টি জুতা এবং ৫টি ইলেকট্রনিক্স স্টোরে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। ব্রান্ডগুলো হচ্ছে সারা লাইফস্টাইল, মেনজ ক্লাব, সাদাকালো, তাহুর লাইফস্টাইল, টাভাস, মিরর লাইফস্টাইল, তুরাগ বাহ্, রয়েল্টি লেডিস ব্যাগ অ্যান্ড সু, ফেস টু, হিজাব বুক, শৈল্পিক, এপেক্স, লি কুপার, লোটো, অরিয়ন ফুটওয়্যার, ভাইব্রেন্ট, কো-ওয়াক, র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিস, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এবং ইলেক্ট্রো মার্ট লিমিটেড।  

গ্রাহকদের জন্য এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্স, নভোএয়ার, গো-যায়ান, শেয়ার ট্রিপ, ড্রিম স্কয়ার রিসোর্ট, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট এবং মম ইনসহ ২৫টি ট্রাভেল ও ট্যুরিজম সেবায়ও রয়েছে বিশেষ সুবিধা। এছাড়া রমণী, বিউটি বুফেট সেলুন স্পা জিম, ফিওনা মেকাপ অ্যান্ড বিউটি সেলুন এবং সোনালি’স এইচডি মেকাপ স্টুডিও অ্যান্ড সেলুনের মতো ১১টি সৌন্দর্য পরিচর্যা ও স্বাস্থ্য সেবা আউটলেটগুলোতে রয়েছে আকর্ষণীয় সুবিধা।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, "গ্রাহক স্বাচ্ছন্দ্য নিশ্চিত এবং তাদের জীবনকে সহজ করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। বিশেষ করে কোন উৎসব ও আনন্দ উৎযাপন উপলক্ষ্যে গ্রাহকদের চাহিদা থাকে বৈচিত্র্যময়। সেই বিষয়টি মাথায় রেখে আমরা নির্দিষ্ট ক্যাটাগরিতে সীমাবদ্ধ না থেকে তাদের বিভিন্ন ক্ষেত্রে সুবিধা প্রদান করতে সচেষ্ট। আমরা বহু সংখ্যক ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে পার্টনারশিপ করেছি, যা গ্রাহকদের অনলাইন কেনাকাটায় দেবে বিশেষ সুবিধা। এতে গ্রাহকদের চলার পথ হবে সহজ এবং তাদের নিত্য দিনের জীবনধারা হবে আরো সমৃদ্ধ।” 

 

Sunny / Sunny

মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয় বার যমুনা ব্যাংক

কমিউনিটি ব্যাংক’র এর সঙ্গে প্রিয়শপ ও ইনসাইটস জিনি’র চুক্তি

সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫ অনুষ্ঠিত

রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি

পঞ্চমবারের মতো গার্টনারের স্বীকৃতি পেলো হুয়াওয়ের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন

বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং ক্রেস্ট ও সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

৪টি আগ্নেয়াস্ত্রসহ মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী আটক: কোস্ট গার্ডের অভিযান

এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

স্বপ্ন চালু করলো প্রথমবার সেলফ-চেকআউট কাউন্টার

অপো নিয়ে এলো ‘ রেনো১৪ সিরিজ ফাইভজি নাইটলাইফ রেনোগ্রাফি’ প্রতিযোগিতা