বিআইবিএম-এ ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ারটক

শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা এবং চাকরির বাজার সম্পর্কে ধারণা দিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ একটি ক্যারিয়ারটক সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক।
ক্যারিয়ারটক ব্র্যাক ব্যাংকের একটি বৃহত্তর উদ্যোগের অংশ, যেটির অধীনে ব্র্যাক ব্যাংক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নিয়ে অংশগ্রহণমূলক কনসালটেশন সেশন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জব মার্কেটের প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন ক্যারিয়ার সহায়ক দিকনির্দেশনা দিয়ে থাকে। আট হাজারেরও বেশি কর্মী নিয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতে শীর্ষ নিয়োগকারী বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি দেশসেরা মেধাবীদের নিয়োগদানের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধিতে এবং কর্মজীবনে সমৃদ্ধিতে সহায়তা করে থাকে।
১৬ মে ২০২৪ মিরপুরে বিআইবিএম- এর অডিটোরিয়ামে আয়োজিত এই ক্যারিয়ারটক সেশনে কথা বলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ রিস্ক অফিসার আহমেদ রশীদ জয়, হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ এবং ব্র্যাক ব্যাংকের হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং রিশাদ হোসেন।
আহমেদ রশীদ জয় দেশের ব্যাংকিং সেক্টরে ব্র্যাক ব্যাংকের নেতৃত্বস্থানীয় ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, “ব্র্যাক ব্যাংক ইতিমধ্যেই বাংলাদেশের ব্যাংকিং খাতে নিজেদের শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রতিষ্ঠানের সহকর্মীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি এবং নৈতিকতা, স্বচ্ছতা, ব্র্যান্ড-ভ্যালু ও কর্পোরেট সুশাসনের জন্য ব্র্যাক ব্যাংক চাকরিপ্রত্যাশীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে।”
তিনি আরও বলেন, “ব্র্যাক ব্যাংক দেশসেরা মেধাবীদের নিয়োগদানের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মজীবনে সমৃদ্ধিতে ভূমিকা রাখে। এভাবেই আমাদের ব্যাংকটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে।”
আখতারউদ্দিন মাহমুদ কর্মীদের জন্য ব্র্যাক ব্যাংকে থাকা সুযোগ-সুবিধার বিষয়টি তুলে ধরে বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা আমাদের প্রতিষ্ঠানটিকে শুধু একটি কর্মস্থল হিসেবেই দেখি না। এটি এমন একটি স্থান, যেখানে আমাদের প্রত্যেক সহকর্মীর সম্ভাবনাকে সঠিক মূল্যায়ন করা হয়। এখানে প্রত্যেকের পেশাদার ও ব্যক্তিগত জীবনে উৎকর্ষ সাধনেও সমানভাবে সুযোগ দেওয়া হয়। আমরা আমাদের প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তি, শেখার মানসিকতা এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই আয়োজনে বিআইবিএম- এর উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর জেনারেল ড. মো. আখতারুজ্জামান, ডিএসবিএম- এর ডিরেক্টর মো. নেহাল আহমেদ এবং প্রতিষ্ঠানটির অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস এবং বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর মো. আবুল হাশেম।
Sunny / Sunny

নৌবাহিনীর অভিযানে টেকনাফ হতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ৯জন নতুন সদস্যদের নিয়োগ

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” উপলক্ষ্যে ভোলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও ২ টি বোটসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

সিভিল এভিয়েশন একাডেমিতে ‘সিকিউরিটি কালচার ইন এভিয়েশন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে
