ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নন্দীগ্রামে গভীর নলকুপ মালিক পক্ষের জিম্মিদশা থেকে মুক্তি চায় গ্রামের শত শত কৃষক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৬-২০২৪ বিকাল ৫:৪৯
বগুড়ার নন্দীগ্রামে গভীর নলকুপ মালিক পক্ষের জিম্মিদশা থেকে মুক্তি চায় গ্রামের শত শত কৃষক। এই নিয়ে গ্রামের শত শত কৃষকের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এমনকি গ্রামের শত শত কৃষক একত্রি হয়ে বিক্ষোভ সমাবেশ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান কর্মসূচিও পালন করেছে। 
 
প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলার ১নং ইউনিয়নের সিধইল গ্রামে ১০/১৫ বছর পূর্বে লাইসেন্স গ্রহনের মাধ্যমে ২টি গভীর নলকুপ স্থাপন করেন সিধইল গ্রামের ইসলাইল হোসেনের ছেলে রফিক। গ্রামবাসীর বক্তব্য, ২টি গভীর নলকুপ স্থাপন করলেও ১টি গভীর নলকুপে এখন পর্যন্ত কোন বৈদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি শুধু মাত্র বোরিং অবস্থায় পরিত্যাক্ত রেখে ১টি গভীর নলকুপের মাধ্যমে সেচ দিয়ে আসছে। এদিকে ২টি গভীর নলকুপ এরিয়ায় প্রায় ৫/৬ শত বিঘা জমিতে ১টি গভীর নলকুপের মাধ্যমে সময় মত সেচ দিতে না পারায় ফসল উৎপাদন ব্যহত হচ্ছে, ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষক। এছাড়াও কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতিবাদ করলেই জমিতে পানি না দিয়ে জমি পতিত রাখতে বাধ্য করছে। শুধুমাত্র সেচের কারনে চলতি বছরে প্রায় ১৯ লক্ষ টাকা কৃষকের ক্ষতি হয়েছে। এসব ঘটনায় কৃষকদের বাঁচাতে পরিত্যক্ত গভীর নলকুপটির লাইসেন্স বাতিল করে গ্রামের মসজিদ কমিটির নামে নতুন করে লাইসেন্স করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ ও আবেদন করেন গ্রামবাসী। এদিকে অভিযোগ ও আবেদনের তদন্ত কর্মকর্তা বিএডিসি অফিসার তদন্ত রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা না দিয়ে উল্টো পরিত্যাক্ত গভীর নলকুপটি সচল দেখিয়ে লাইসেন্স নবায়ন করে দেন। এই ঘটনার পর থেকেই সিধইল গ্রামে কৃষকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
 
বিষয়টি নিয়ে অভিযুক্ত গভীর নলকুপের মালিক রফিক এর সাথে মোবাইল ফোনের যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
 
উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কৃষকদের উত্তেজনা পরিস্থিতি সাভাবিক করতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সার্বিক বিষয়ে পুনরায় তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি করেছি। উক্ত তদন্ত কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টির সুষ্ট সমাধান আসবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান