জাবেদ ফুড এন্ড বেভারেজ-এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর শপআপ
দেশের এফএমসিজি সেক্টরে উদীয়মান জাবেদ ফুড এন্ড বেভারেজ সম্প্রতি শপআপ-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, জাবেদ ফুড এন্ড বেভারেজ-এর পণ্য পৌঁছে দিতে তাদের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে শপআপ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবেদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাশেদুল করিম, শপআপ-এর কো-ফাউন্ডার ও সিবিও সুজয়থ আলী, শপআপ-এর সিএফও ভাশিষ্ঠা মহেশ্বরী, শপআপ-এর চিফ অব স্টাফ মো. জিয়াউল হক ভুইয়া, শপআপ-এর ডিসিএফও মো. আবিদ হোসেন খান এবং মোকাম-এর সোসিং ও পার্টনারশিপ লীড আদনান ফিরোজ।
এই চুক্তি অনুযায়ী, শপআপ-এর কমার্স প্ল্যাটফর্ম মোকাম তাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে জাবেদ ফুড এন্ড বেভারেজের পন্য দেশের সর্বত্র পৌঁছে দেবে। বর্তমানে দেশের প্রতিটি প্রান্তে থাকা মোকাম-এর ডিস্ট্রিবিউশন সেন্টার মান ঠিক রেখে ও খাদ্য অপচয় কমিয়ে উৎপাদক থেকে খুচরা ব্যবসায়িদের কাছে সহজে পন্য পৌঁছে দিচ্ছে। একইসাথে নিজেদের ব্যবসার সক্ষমতা বাড়াতে মোকাম-এর উন্নত প্রযুক্তি ব্যবহার করবে জাবেদ ফুড অ্যান্ড বেভারেজ।
জাবেদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাশেদুল করিম বলেন, “দেশের সব জায়গায় আমাদের পন্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে শপআপ-এর সাথে এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। দেশেজুড়ে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেয়ার মাধ্যমে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে এই অংশীদারিত্ব কার্যকরী ভূমিকা রাখবে। এছাড়া উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও সুবিন্যস্ত, স্বচ্ছ ও কার্যকর করবে।”
ভ্যালু চেইনের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে বাংলাদেশের কৃষক ও উৎপাদনকারী পণ্য ডিস্ট্রিবিউশনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ফলে জনসাধারনের সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য পেতে অসুবিধা হচ্ছে। শপআপের সাথে সহযোগীতার লক্ষ্য এই ব্যবধানগুলি পূরণ করে জাবেদ ফুড অ্যান্ড বেভারেজ-এর পণ্যগুলি ভোক্তাদের কাছে পৌঁছানো নিশ্চিত করা। একই সাথে দেশিয় ব্র্যান্ড ও পণ্য প্রচার করে স্থানীয় বাজার শক্তিশালী করা।
শপআপ-এর চিফ অব স্টাফ মো. জিয়াউল হক ভুইয়া বলেন, “দেশজুড়ে পন্য পৌঁছে দিতে জাবেদ ফুড এন্ড বেভারেজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা উচ্ছ্বসিত। দেশিয় ব্র্যান্ড ও পণ্য প্রচারের মাধ্যমে স্থানীয় বাজার আরও শক্তিশালী করাই শপআপ-এর মূল লক্ষ্য। দেশে উৎপাদিত পণ্য প্রচারের মাধ্যমে স্থানীয় বাজারকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করছি।”
Sunny / Sunny
প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন
স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিএইচবিএফসি’র শ্রদ্ধানিবেদন
'রুপায়ণ লেক ক্যাসেলে বিজয় দিবস উপলক্ষ্যে 'রুপায়ণ বিজয় আলো ২০২৫'
বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ পেট ক্লিনিক 'Pawsitive Veterinary Clinic'-এর শুভ উদ্বোধন: পোষা প্রাণীর যত্নে এক নতুন আস্থার ঠিকানা
রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু, প্রথম দিনেই গ্রাহকদের ব্যাপক সাড়া
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
হাতীবান্ধায় প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত
ডিজিটাল লেনদেনে গ্রাহককে উৎসাহিত করতে আবারও বিকাশ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন