আবেগতাড়িত কারিনা কাপুর
সাইফ আলী খান ও কারিনা কাপুরের কনিষ্ঠ সন্তান জাহাঙ্গীরের ৬ মাস পূর্ণ হয়েছে শনিবার। বর্তমানে দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গীরকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সাইফিনা।
এর মধ্যে কারিনা কাপুর তার ইনস্টাগ্রাম প্রোফাইলে জাহাঙ্গীরের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে আবেগতাড়িত মনে নায়িকা লিখেছেন, ‘জাহাঙ্গীরের প্রতি তার ভালোবাসা অটুট থাকবে সারজীবন।’ সন্তানকে তিনি শুভেচ্ছা জানান।
সেই ছবিতে দেখা যায়, জাহাঙ্গীরকে বুকে নিয়ে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে রয়েছেন কারিনা।
কারিনার পোস্টের কিছু আগে, সাইফের বোন সারা আলি খানও জাহাঙ্গীরের ছয় মাস পূর্ণ করার উপলক্ষে ইনস্টাগ্রামে তৈমুর আর জাহাঙ্গীরের ছবির কোলাজ পোস্ট করেন। সেই ছবির সঙ্গে জাহাঙ্গীরের প্রতি তার ভালোবাসার কথাও ব্যক্ত করেন।
এর আগে সাইফিনা দম্পতি সিদ্ধান্ত নিয়েছিলেন জাহাঙ্গীরের ছবি তারা জনসমক্ষে আনবেন। কিন্তু কারিনার বই ‘প্রেগনেন্সি বাইবেল’ প্রকাশ হওয়ার পর জানা যায়, সেই বইয়ে জাহাঙ্গীরের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। এর পর থেকেই ছোট নবাবের ছবি নেটমাধ্যমে পোস্ট করেন কারিনা। এমনকি জন্মের পাঁচ মাস পর ছেলের নামও প্রকাশ করেন তারা।
প্রসঙ্গত, কারিনা কাপুর তার বইতে লিখেছেন, তৈমুর অনেকটা সাইফের মতো দেখতে। অন্যদিকে জাহাঙ্গীরের মুখে আবার কারিনা কাপুরের ছাপ। অভিনেত্রীর কথা মতো, তিন মাস বয়সেই তিনি লক্ষ করেছিলেন তৈমুর অনেক বেশি বর্হিমুখী। সেই তুলনায়, জাহাঙ্গীরকে অনেক বেশি শান্ত আর ঐকান্তিক বলে মনে হয় তার।
প্রীতি / প্রীতি
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,