ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১২-২০২৫ দুপুর ২:৫৪

বলিউডে নিজের এক বিশেষ জায়গা তৈরি করা অভিনেত্রী কৃতি শ্যানন শুরুতে অভিনয় জগতে খুব সহজে জায়গা পায়নি। এক সময় এমনও হয়েছিল যে তাকে একটি চরিত্রের জন্য ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণ তার চেহারা ‘অতিরিক্ত সুন্দর’ ছিল!
একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন বলেন, সাফল্যের পেছনে থাকা অনেক সংগ্রাম ও প্রত্যাখ্যানের গল্প। অভিনেত্রী জানান, “অনেকদিন হতাশ হয়ে কাঁদতাম। কেউ বলতো, ‘তুমি বেশি সুন্দর’, কিন্তু পর্দায় বাস্তবতা আনা প্রয়োজন অর্থাৎ তোমার মধ্যে কিছু অসম্পূর্ণতা থাকা উচিত।”
তিনি আরও বলেন, ‘এই কথাগুলো শুনে মন খারাপ হতো, তবে কিছু মানুষ ছিলেন যারা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন, আর তাদের সেই বিশ্বাসই আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।’
দিল্লিতে জন্মগ্রহণ করা কৃতি ছিলেন প্রকৌশল বিভাগের ছাত্রী, কিন্তু তার মনের ভিতরে ছিল অভিনয়ের প্রতি দুর্বলতা। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিউডে তার পথচলা শুরু হয়, যেখানে তিনি টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেন। কৃতির আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্বাভাবিক অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয় এবং এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
কৃতির ক্যারিয়ারে অনেক সাফল্য রয়েছে- ‘বেরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’ এবং ‘হাউসফুল ৪’ -প্রতিটি সিনেমায় তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন। তার অভিনয় ও চরিত্রের বৈচিত্র্য তাকে বলিউডের অন্যতম বহুমুখী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘মিমি’ ছবির মাধ্যমে কৃতির অভিনয় আরও বেশি প্রশংসিত হয়। এতে সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, যা তাকে ভারতের সেরা অভিনেত্রীদের তালিকায় নিয়ে আসে।
কৃতি শ্যাননের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে একটি ছিল ২০১৫ সালে শাহরুখ খানের বিপরীতে অভিনীত ‘দিলওয়ালে’। বর্তমানে, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৮২ কোটি রুপি (প্রায় ১১০ কোটি টাকা), যার বড় অংশ আসে তার বিজ্ঞাপন চুক্তি থেকে।
আগামীতে কৃতিকে দেখা যাবে ধানুষের বিপরীতে ‘তেরে ইশ্‌ক মে’ ছবিতে। একসময় ‘অতিরিক্ত সুন্দর’ বলে ফিরিয়ে দেওয়া এই অভিনেত্রী আজ নিজের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে প্রমাণ করেছেন- সাফল্য আসলেই সৌন্দর্যের বাইরে আত্মবিশ্বাসে লুকিয়ে থাকে।

Aminur / Aminur

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী

ছোট বয়স, বড় ব্যস্ততা: মিডিয়ায় উজ্জ্বল মিশকাত মাহামুদ মেহরিমা

পর্দা কাঁপাতে আসছে বাংলাদেশি নতুন ভিলেন ডন মাহামুদ

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ জিতলেন সুমাইয়া আক্তার সুমি