ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ৪:১৭

শৈশব থেকেই নাচের ছন্দে যার পথচলা শুরু, সেই রঙিন স্বপ্নের হাত ধরেই শোবিজে পা রাখেন সময়ের সম্ভাবনাময়ী মডেল ও অভিনেত্রী ফারহানা জাহান। ২০২৩ সালে নির্মাতা আতিফ আসলাম বাবলু পরিচালিত নাটক ‘সুইচ’-এর মাধ্যমে অভিনয়ে তার আনুষ্ঠানিক অভিষেক ঘটে। প্রথম কাজেই সাবলীল অভিনয় দিয়ে দর্শকের নজর কাড়েন তিনি, যা তার ক্যারিয়ারের পথচলাকে আরও মসৃণ করে তোলে।

অল্প সময়ের মধ্যেই ফারহানা জাহান নিজের কাজের ঝুলিকে করেছেন সমৃদ্ধ। এখন পর্যন্ত তিনি ৩০টিরও বেশি নাটক, ৪০টি মিউজিক ভিডিও, দুটি বিজ্ঞাপনচিত্রে এবং একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই নিজেকে আরও পরিপাটি করে গড়ে তুলতে এবং অভিনয়ে নতুন কিছু শেখার উদ্দেশ্যে প্রায় ছয় মাসের বিরতি নেন তিনি।

বিরতি শেষে নতুন উদ্যমে আবারও কাজে ফিরছেন ফারহানা জাহান। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু নতুন ও চ্যালেঞ্জিং কাজ। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজেকে মিডিয়ায় একটি ভালো ও শক্ত অবস্থানে দেখতে চাই। কাজের মাধ্যমেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়াই আমার মূল লক্ষ্য।

উল্লেখ্য, মিডিয়াতে কাজ করার স্বপ্নটি মূলত ফারহানার নিজের নয়—এটি ছিল তার মায়ের স্বপ্ন। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই শোবিজে আসা, আর সেই স্বপ্ন বাস্তবায়নে নিজের সর্বোচ্চটুকু দেওয়াই এখন ফারহানা জাহানের একমাত্র লক্ষ্য।মেধা, পরিশ্রম ও দৃঢ় প্রত্যয়ের সমন্বয়ে ফারহানা জাহানের এই প্রত্যাবর্তন ঢাকাই শোবিজে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

এমএসএম / এমএসএম

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী

ছোট বয়স, বড় ব্যস্ততা: মিডিয়ায় উজ্জ্বল মিশকাত মাহামুদ মেহরিমা

পর্দা কাঁপাতে আসছে বাংলাদেশি নতুন ভিলেন ডন মাহামুদ

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ জিতলেন সুমাইয়া আক্তার সুমি

‘সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ’

ডিসেম্বর মুডে জয়া আহসান

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

ওজনের কারণে সিনেমা থেকে বাদ, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাধিকা

‘রুখে দাঁড়াও’ সিনেমার আখি চৌধুরী পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার