ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী সেঁজুথী খন্দকার ইউনাইটেড হসপিটালে ভর্তি


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ৫-৭-২০২৪ দুপুর ২:৪২

সেঁজুথী খন্দকার ২০১৬ সালে একটি বেসরকারি টেলিভিশনের নাটকের অভিনয়ের মাধ্যমে নাট্য জগতে প্রবেশ করেন।হঠাৎ ২ দিন আগে লিভার জনিত কারণে ঢাকার ইউনাইটেড হসপিটালের ৫০৬ নং ক্যাবিনে ভর্তি আছেন। বর্তমানে আগের চেয়ে অনেক টা ভালো আছেন বলে জানিয়েছেন এ প্রতিবেদক কে। তিনি তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তায়ালা তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন।তিনি শতাধিক নাটকে অভিনয় করেছেন। তিনি সদা হাস্য উজ্জল একজন সাধারণ মানুষ। তার মধ্যে নেই কোন অহংকার। তিনি কাজকে অনেক সম্মান করে থাকেন।তিনি চান সুস্থ হয়ে আবার নাটকে অভিনয় করবেন। তার চলাফেরা অতি সাধারণ, সবার সাথে হাসি মুখে কথা বলেন।তিনি ভালো বাসেন অভিনয় কে এবং তিনি চান সারা জীবন অভিনয় করে কাটিয়ে দিতে।পরিশেষে দেশের সকলের মঙ্গল কামনা করেন।ডাক্তার বলেছেন ৫ দিন পরে তাকে ছেড়ে দিবেন। তিনি সুস্থ হয়ে সরাসরি বাসায় চলে যাবেন।

এমএসএম / এমএসএম