পিরোজপুরে সহকারী প্রধান শিক্ষক পদে অবৈধভাবে নিয়োগের অভিযোগ

পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এর বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগ এর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিক্ষা বোর্ড সহ নিয়োগ সক্রান্ত বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১০১৪৬৫ নং ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামকে ম্যানেজিং কমিটির ০১/১৭ নং সভায় কোরাম বিহীন রেজুলেশনের মাধ্যমে নিয়োগ বিধি ও পরিপত্র বহির্ভূতভাবে নিয়োগ নিয়েছেন । ২০১৬ সালের ডিসেম্বর মাসের ০৩ তারিখে ম্যানেজিং কমিটির সভায় ১৭/১৬ নং রেজুলেশনে জ্যোৎ¯œা রানী মন্ডলকে বাদ দিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ৬ষ্ট তম সহকারী শিক্ষক (গণিত) শংকর দেউরীকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সাচিবিক দায়িত্ব অর্পণ করা হয়। যা এই রেজুলেশন ০৬-০৬-২০১১ ইং তারিখের স্মারক নং শিম/শা: ১১/০৩-০৯/২০১১১/২৫৬ পরিপত্রকে অনুসরণ করেনি। ১৯৬৩২১ নং ইনডেক্সধারী জ্যোৎ¯œা রানী মন্ডলের জন্ম তারিখ ২৭-০৪-১৯৫৯ খ্রি:, পক্ষান্তরে ২৯৪৫১৯ নং ইনডেক্সধারী শংকর দেউরীর জন্ম ১৫-০২-১৯৭৬ খ্রি.। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বটি জনাব শংকর দেউরীকে দেওয়া বিধি বহির্ভূত হয়ছে। ২০১৭ সালের জানুয়ারি মাসের ১৬ তারিখ ম্যানেজিং কমিটির ০১/১৭ নং সভায় কোরাম বিহীন রেজুলেশনের মাধ্যমে মোহাম্মদ জাহিদুল ইসলামকে সহকারী প্রধান শিক্ষক পদে বাছাই কমিটির সুপারিশ অনুমোদন করেন এবং এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়। পরে ঐ একই বছরের জানুয়ারি মাসের ১৮ তারিখের ম্যানেজিং কমিটির ০২/১৭ নং সভায় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামকে ১৭-০১-২০১৭ ইং তারিখে একই রেজুলেশনে পদত্যাগ ও যোগদান দেখানো হয়। ০২/১৭ নং সভায় জাহিদুল ইসলামকে কোরাম বিহীন রেজুলেশনের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করা হয় যা প্রবিধানমালা ২০০৯ এর ৩৫ ও ৩৬ ধারা অনুসরণ করেনি বা হয়নি। ফলে উক্ত গৃহীত সিদ্ধান্ত সমূহ বৈধ হয়নি। নিয়োগ প্রক্রিয়া বিধি বহির্ভূত হওয়ায় প্রবিধান মালা ২০০৯ এর ৩৬ (২) ধারা মোতাবেক গৃহীত সকল সিদ্ধান্ত বাতিল ও অকার্যকর হয়েছে। এ কারণে তিনি অবৈধভাবে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন যা সম্পূর্ণ আইনের লঙ্ঘন ও নিয়োগ বহির্ভূত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম হাওলাদার বলেন, মোঃ জাহিদুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক হওয়ার যে সমস্ত রেজুলেশন করেছেন সবগুলো কোরাম বিহীন। তিনি জৈষ্ঠতম শিক্ষক জনাব জ্যোৎস্না রানী ম-লকে বাদ দিয়ে সহকারী শিক্ষক শঙ্কর দেউরী কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন তা সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র পরিপন্থী।
পিরোজপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো: ইদ্রিস আলী আযিযী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত জেনে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বলেন, তৎকালীন সময় ম্যানেজিং কমিটি যা করেছে তা নিয়ম মেনেই করেছে এ ব্যাপারে নিয়মের কোন ব্যতয় হয়নি। তিনি নিয়ম মেনেই তার উপর অর্পিত দায়িদÍ যথাযথ ভাবে পালন করছেন।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
