ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আসালঙ্কার হাতেই ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দিলো শ্রীলঙ্কা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৭-২০২৪ বিকাল ৫:৩১

ক্রিকেটের মানচিত্রে শ্রীলঙ্কার অবস্থান যেন দিনে দিনে নড়বড়ে হয়ে চলেছে। ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ লঙ্কানরা। দলের শ্রীহীন অবস্থায় অধিনায়কদের অবস্থাও টালমাটাল। ব্যর্থতার ঘানি টেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই পদত্যাগ করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

হাসারাঙ্গা দায়িত্ব ছেড়ে দেওয়ায় চারিথ আসালঙ্কার হাতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেয় শ্রীলঙ্কা। কিন্তু দায়িত্ব পেয়ে বোর্ড কর্মকর্তাদের দারুণভাবে হতাশ করেন আসালঙ্কা। প্রথম সিরিজেই হোয়াইটওয়াশ হন তিনি। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারে লঙ্কানরা।

আগামী ২ আগস্ট শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্যও আসালঙ্কাকে অধিনায়ক ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসএলসি জানিয়েছে, মাননীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী হারিন ফার্নান্দো দল অনুমোদন করেছেন। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা রমেশ মেন্ডিস, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, কুশল পেরেরা এবং চামিন্দু বিক্রমাসিংহে ওয়ানডে দলে জায়গা পাননি। ইতিমধ্যে সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুনারত্নে, জেনেথ লিয়ানাগে, নিশান মাদুশকা এবং আকিলা ধনঞ্জয়াকে ৫০ ওভারের ম্যাচের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর দাসুন শানাকাকে সরিয়ে কুশল মেন্ডিসকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয় শ্রীলঙ্কা। এরপর ভালোভাবেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন তিনি। তার অধীন ৮টি ওয়ানডে ৬টিতেই জিতেছে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছিলেন তিনি।

তবে মেন্ডিসকে কেন সরিয়ে দেওয়া হলো, তা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি এসএলসি।

চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লাগে, চামিকা করুনারত্মে, মাহিশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্ডো।

T.A.S / T.A.S

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে