ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২৫ বিকাল ৭:৪৯

বিক্রি হয়ে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আগামী ৩১ মার্চের আগেই সম্ভবত নতুন মালিক পেয়ে যাবে বিরাট কোহলি ও স্মৃতি মান্ধানাদের দল। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটির মালিক সংস্থা ডিয়াজিও অফিসিয়ালি জানিয়েছে, বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সম্প্রতি বোম্বে স্টক এক্সচেঞ্জকে দল বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছে ডিয়াজিও। ব্রিটিশ সংস্থাটি একে ‘বিনিয়োগের কৌশলগত পর্যালোচনা’ বলে অভিহিত করেছে। উল্লেখ্য, ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন সংস্থা ডিয়াজিও।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বারা আয়োজিত আইপিএল এবং ডব্লিউপিএলে অংশগ্রহণ করে সংস্থার দু’টি দল। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নতুন মালিকদের হাতে দলের হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে বলেও আশাবাদী সংস্থাটি।
ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের সিইও প্রবীণ সোমেশ্বর বলেছেন, ‘আরসিএসপিএল ইউএসলের একটি মূল্যবান এবং কৌশলগত সম্পদ। তবে এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়। তবে, এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়। এই পদক্ষেপটি ইউএসএল এবং ডিয়াজিও-র ভারতের এন্টারপ্রাইজ পোর্টফোলিও পর্যালোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিকে আরও জোরদার করে যাতে আরসিএসপিএল-এর সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে তার সব স্টেকহোল্ডারদের দীর্ঘমেয়াদী মূল্যের স্থিতিশীল সরবরাহ সম্ভব হয়।’
বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, আরসিবি বিক্রি করে দিতে চায় ডিয়াজিও। ক্রিকেটের সঙ্গে আর সরাসরি যুক্ত থাকতে চায় না তারা। ২০২৫ সালেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন বিরাট কোহলিরা। ২০২৪ সালে ডব্লিউপিএলের দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন হন মান্ধানারাও। দু’বছর পরপর সাফল্য আসার পর ডিয়াজিওর দল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়ের।

 

 

Aminur / Aminur

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল