ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১-২০২৬ দুপুর ২:০

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা। শেষ দুই ম্যাচের মধ্যে একটি জয় পেলেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। আবার কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়ে এক পয়েন্ট পেলেও বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে থাইল্যান্ডের মেয়েরা।
নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার দিলারা আক্তার। আর ৯ বলে ১১ রান করে আউট হন শারমিন আক্তার।
তৃতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারি। এসময় দুজন মিলেন গড়েন ১১০ রানের জুটি। তাতেই শক্তিশালী স্কোরের ভিত্তি পেয়ে যায় দল। এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। আউট হওয়ার আগে ৪৩ বলে তিনটি চার ও চারটি ছক্কার মারে ৫৬ রান করেন জুয়াইরিয়া। আর ৪২ বলে নয়টি চার ও একটি ছয়ের মাধ্যমে ৫৯ রান করেন শবানা।
পরে অবশ্য ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। তবে মাত্র ৬ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসটি খেলেন রিতুমনি। এছাড়া স্বর্ণা আক্তার ৪, নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ ও ফাহিমা খাতুন ১ রান করেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও পরের তিনজন ব্যাটার ইতিবাচক ব্যাট করতে থাকেন। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় থাই মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নাথাকান চান্থাম। নারুয়েমোল চাইহাই করেন ৩০ রান। আর ২৯ রান আসে নান্নাপাত কোনছারোয়েনকাই। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মারুফা ইসলাম। দুটি করে উইকেট পেয়েছেন রিতুমনি ও স্বর্ণা আক্তার। আর একটি উইকেট নেন ফাহিমা খাতুন।

 

Aminur / Aminur

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

এমবাপের জোড়া গোলে বার্সেলোনাকে হটাল রিয়াল মাদ্রিদ

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

গ্র্যান্ড স্লামে নতুন ইতিহাস লিখলেন জোকোভিচ