লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
ফিটনেসে ফেরার প্রমাণ হ্যাটট্রিক করে দিলেন রবার্ট লেভানডোভস্কি। গতকাল সেল্টা ভিগোর মাঠে ম্যাচটি বার্সেলোনা জিতেছে ৪-২ গোলে। এই জয়ে লা লিগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ঘুচাল তারা।
দিনের আগের ম্যাচে রিয়াল রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করে। পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনার সুযোগ কাজে লাগিয়ে দুই নম্বরে শক্ত অবস্থান নিলো বার্সা।
একমাস পেশির ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন লেভানডোভস্কি। গত সপ্তাহে মাঠে ফিরে বদলি নেমেই সেপ্টেম্বরের পর প্রথম গোল করেন তিনি।
ম্যানইউ থেকে ধারে খেলতে আসা মার্কাস র্যাশফোর্ড দারুণ অবদান রাখেন। লেভানডোভস্কির চার গোলের দুটিতে সহায়তা করেছেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামালের গোলেও তার ভূমিকা ছিল।
আগের ১১ ম্যাচের সাতটিতে ড্র করা সেল্টা দশম মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করলেও বার্সার ঘাম ছুটিয়েছে।
ফারমিন লোপেজের শট বক্সের মধ্যে মার্কোস আলোনসোর হাতে লাগলে পেনাল্টি পায় বার্সা। গোলকিপার ইনুত রাদু বলের দিকেই ঝাঁপালেও লেভানডোভস্কির জোরালো শট ঠেকাতে পারেননি।
এক মিনিটের কম সময়ের মধ্যে র্যাশফোর্ড ব্যবধান দ্বিগুণ করতে পারতেন। কিন্তু তার শট গোলকিপার রুখে দেন। ১৯ সেকেন্ড পর সার্জিও কারেইরা সমতা ফেরান। বার্সেলোনার পুরো রক্ষণভাগ মাঝমাঠে ছিল, তারই মাঝ থেকে বোরহা ইগসেলিয়াসের থ্রু বল পেয়ে খুব সহজেই স্কোর ১-১ করেন সেল্টা ফুটবলার।
বিরতির আট মিনিট আগে বার্সা আবার লিড নেয়। ডানপাশ থেকে র্যাশফোর্ডের ক্রসে বল পেয়ে ছয় গজ বক্সে দাঁড়িয়ে লক্ষ্যভেদ করেন পোলিশ স্ট্রাইকার।
স্বাগতিকরা আবার পাল্টা আঘাত করে। পেনাল্টি এরিয়ার প্রান্ত থেকে ইগলেসিয়াসের শক্তিশালী শট উজচেখ শেসনিকে পরাস্ত করে।
তবে বিরতি পর্যন্ত সমতা ধরে রাখতে পারেনি সেল্টা। র্যাশফোর্ডের ক্রস তাদের খেলোয়াড়ের গায়ে লেগে লামিনে ইয়ামালের পায়ে পড়ে। স্প্যানিশ তারকা দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান।
র্যাশফোর্ড ও দানি ওলমোর শট প্রতিহত হয়ে ফিরে এলেও বার্সা ব্যবধান আরো বাড়ায়। ৭৩তম মিনিটে চলতি মৌসুমের নবম গোল করেন লেভানডোভস্কি। র্যাশফোর্ডের বাঁকানো কর্নার কিকে হেড করে কাছের পোস্ট দিয়ে হ্যাটট্রিক করেন তিনি। এক বছরের বেশি সময় পর হ্যাটট্রিকের দেখা পেলেন বার্সা তারকা।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ফ্রেঙ্কি ডি ইয়ং মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে খেলা শেষ করে বার্সা।
Aminur / Aminur
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি