আনোয়ারায় যানজটের অন্যতম সড়কগুলোতে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা
গলার মধ্যে কলেজের আইডি কার্ড ঝুলিয়ে মুখে বাঁশি ও হাতে লাটি নিয়ে তীব্র রোদ রোদে দাঁড়িয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
এতে রাস্তায় যানচলাচল স্বাভাবিক থাকলেও ট্রাফিক পুলিশ না থাকার অভাবটা দেখা যাচ্ছে না সড়কে। স্বাভাবিকের মতোই যানজট বিহীন চলছে যানবাহন।পাশাপাশি নিরাপদ যাত্রার জন্য বাইকারদের হেলমেট পরিধান করে গাড়ি চালানো অনুরোধ করে যাচ্ছেন শিক্ষার্থীরা।ট্রাফিক পুলিশরা দায়িত্ব না ফেরা পর্যন্ত তাদের স্থলে ট্রাফিকের কাজ করে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে সরকারের পতনের পর নিজেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে পালন করছেন বিভিন্ন পুলিশের সদস্যরা। যার কারণে দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার বিঘ্ন না ঘটার জন্য শিক্ষার্থীরায় ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন মন্দির,স্থাপনা পাহারাও দিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজার,কাফকো হাউজিং মোড়, সেন্টার মহালখান বাজার,সিইউএফএল বাজার,আনোয়ারা জয়কালী বাজার,বটতলী রুস্তমহাট বাজার, কালাবিবির দীঘি ও টানেল মোড়সহ প্রায় ১৫/২০টি বাজার এবং গুরুত্বপূর্ণ সড়কে ভোর থেকে শিক্ষার্থীরা পালাবদল করে প্রায় পাঁচশতের অধিক শিক্ষার্থী ট্রাফিকের কাজ করছেন। তাদের হাতে লাটি, বাঁশির সাথেও গলায় রয়েছে সংশ্লিষ্ট কলেজের আইডি কার্ডও।দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরও তাদের চেহারার ক্লান্তির চাপ নাই।
চাতরী চৌমুহনী বাজারে দায়িত্বরত পোর্টসিটি ইন্টারনাশন্যাল ইউভার্সিটি ছাত্র মোহাম্মদ বিন জামাল নেমার এক শিক্ষার্থী জানান, যতদিন ট্রাফিক পুলিশ দায়িত্বে ফিরবে না ততদিন আমরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবো।পাশাপাশি বাজারের দ্রব্যের বাড়তি বিক্রি করা সিন্ডিকেট কারীদের অপসারণ করে দ্রব্যের নায্য মূল্যে ফিরিয়ে নিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাবো।
ইস্ট ডেলটা ইউনিভার্সিটি আরেক শিক্ষার্থী সাইদুল ইসলাম আকাশ জানান, ট্রাফিকের দায়িত্ব পালনে আমাদের পূর্বে নিরাপদ সড়কের আন্দোলনে দায়িত্বে অভিজ্ঞতা আছে। দেশের প্রয়োজনে সড়কে আছি। আপনারাও আমাদের সহযোগিতা করুন, মন্দির-মাজারে নিরাপত্তা জোরদার করুন, পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা-৯ সুন্নি মহাজোটের প্রার্থী চেয়ার মার্কার ব্যাপক গণসংযোগ
চেকপোস্টে ৩৬ কেজি গাঁজা জব্দ, আটক ১
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়
শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন
আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার
প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন
মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ