আনোয়ারায় যানজটের অন্যতম সড়কগুলোতে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

গলার মধ্যে কলেজের আইডি কার্ড ঝুলিয়ে মুখে বাঁশি ও হাতে লাটি নিয়ে তীব্র রোদ রোদে দাঁড়িয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
এতে রাস্তায় যানচলাচল স্বাভাবিক থাকলেও ট্রাফিক পুলিশ না থাকার অভাবটা দেখা যাচ্ছে না সড়কে। স্বাভাবিকের মতোই যানজট বিহীন চলছে যানবাহন।পাশাপাশি নিরাপদ যাত্রার জন্য বাইকারদের হেলমেট পরিধান করে গাড়ি চালানো অনুরোধ করে যাচ্ছেন শিক্ষার্থীরা।ট্রাফিক পুলিশরা দায়িত্ব না ফেরা পর্যন্ত তাদের স্থলে ট্রাফিকের কাজ করে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে সরকারের পতনের পর নিজেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে পালন করছেন বিভিন্ন পুলিশের সদস্যরা। যার কারণে দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার বিঘ্ন না ঘটার জন্য শিক্ষার্থীরায় ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন মন্দির,স্থাপনা পাহারাও দিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজার,কাফকো হাউজিং মোড়, সেন্টার মহালখান বাজার,সিইউএফএল বাজার,আনোয়ারা জয়কালী বাজার,বটতলী রুস্তমহাট বাজার, কালাবিবির দীঘি ও টানেল মোড়সহ প্রায় ১৫/২০টি বাজার এবং গুরুত্বপূর্ণ সড়কে ভোর থেকে শিক্ষার্থীরা পালাবদল করে প্রায় পাঁচশতের অধিক শিক্ষার্থী ট্রাফিকের কাজ করছেন। তাদের হাতে লাটি, বাঁশির সাথেও গলায় রয়েছে সংশ্লিষ্ট কলেজের আইডি কার্ডও।দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরও তাদের চেহারার ক্লান্তির চাপ নাই।
চাতরী চৌমুহনী বাজারে দায়িত্বরত পোর্টসিটি ইন্টারনাশন্যাল ইউভার্সিটি ছাত্র মোহাম্মদ বিন জামাল নেমার এক শিক্ষার্থী জানান, যতদিন ট্রাফিক পুলিশ দায়িত্বে ফিরবে না ততদিন আমরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবো।পাশাপাশি বাজারের দ্রব্যের বাড়তি বিক্রি করা সিন্ডিকেট কারীদের অপসারণ করে দ্রব্যের নায্য মূল্যে ফিরিয়ে নিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাবো।
ইস্ট ডেলটা ইউনিভার্সিটি আরেক শিক্ষার্থী সাইদুল ইসলাম আকাশ জানান, ট্রাফিকের দায়িত্ব পালনে আমাদের পূর্বে নিরাপদ সড়কের আন্দোলনে দায়িত্বে অভিজ্ঞতা আছে। দেশের প্রয়োজনে সড়কে আছি। আপনারাও আমাদের সহযোগিতা করুন, মন্দির-মাজারে নিরাপত্তা জোরদার করুন, পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
