ঢাকা বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সাভারে সকল শহীদদের প্রতি সাধারন ছাত্রজনতার শ্রদ্ধাঞ্জলি ও স্বাধীনতা উদযাপন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১০-৮-২০২৪ দুপুর ১১:৩৫

সাভার ছাত্র জনতার পক্ষ থেকে অধঁরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে কোটা আন্দোলনকালীন সময়ে নিহত সকল ছাত্রছাত্রীদের স্মরনে মোববাতি প্রজ্জ্ব্বলিত ও নিরাবতা পালন এবং শ্রদ্ধাঞ্জলি ও স্বাধীনতা উদযাপিত হয়। 
শুক্রবার ৯ ই আগষ্ট সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারন ছাত্রজনতার পক্ষ থেকে শহীদ মিনারে উপস্হিত হয়ে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান হয়। অনুষ্ঠান শুরুতে ২ মিনিট নিরাবতা পালন করে এই ছাত্র জনতা। পরবর্তীতে মোববাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি ও স্বাধীনতা উদযাপিত হয়। এই সময় ছাত্রজনতার সাথে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের উপস্হিতি লক্ষ করা যায়। সা়ভারের সর্বস্তরের ছাত্রছাত্রীদের আয়োজনে কোটা আন্দোলনে  যারা পুলিশ ও আওয়ামীলীগ দলীয় নেতা কর্মীদের বাধার মুখে দাবী আদায়ের লক্ষে সোচ্চার হলে নিঃরস্ত্র  আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর গুলি চালালে শত শত ছাত্রছাত্রী নিহত ও আহত হয়। 
বৈষম্যবিরোধী ছাত্র  আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী, মিছিলে মিছিলে উত্তাল গুটা বাংলাদেশ। 
এর মাঝে পুলিশের গুলিতে প্রাণ গেলো আবু সাইদের । আন্দোলন আরো বেগবান হতে শুরু হলো। সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী নেমে গেলো রাস্তায়। সারা বাংলাদেশ কারফিউ জারি করেছিল সরকার, তাতেও কোন সমস্যা মনে করে নি ছাত্ররা। তাদের দাবি আদায়ের একচুল কমেনি সরকারের দেয়া কারফিউতে। ঐদিকে লাশের মিছিল বেড়েই চলছে। পুলিশের গুলিতে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এখন বাংলাদেশের সব দল মিলে নেমেছে মাঠে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়। এরি ধারাবাহিকতায় সাভারে অবস্হিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সহিত উপজেলার সকল  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে।  ছাত্রদের দফায় দফায় হামলা করছে আওয়ামী লীগের নেতারা পুলিশ বিজিবি  করছেন গুলি। ছাত্ররা পিছ পা হয়নি বরং তারা অনেকের মধ্যে সমন্বয় কারির  দ্বায়িত্ব পালন করছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম থেকে বিজয় দিন পর্যন্তই ছাত্রদের নিয়ে নবীনগর সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বৈষম্য বিরোধী আন্দোলনরত সকল ছাত্রছাত্রী ও ঢাকা আরিচা মহাসড়কে যৌক্তিক দাবীতে অটল থেকে পুলিশ ও আওয়ামী লীগ মুক্ত করে বিজয় ছিনিয়ে নিয়ে আসেন  ৫ ই আগস্ট। তার পূর্ব মুহুর্তে পুলিশের ছুঁড়া গুলিতে ইয়ামিনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী নিহত শত শত আহত হয়। ঢাকা জেলার পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত আবদুল্লাহ হিল কাফী ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামানের নেতৃত্ব ও নির্দেশে সাভারে পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে ৭০ জনের বেশি মানুষকে। যাদের অধিকাংশই স্কুল কলেজের শিক্ষার্থী। অঙ্গ হারিয়ে সারা জীবনের মতো পঙ্গু হয়েছেন কমপক্ষে ৩০ জন। চোখে গুলিবিদ্ধ হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক সৈয়দ হাসিব। গুলিতে এক হাত কাটা পড়েছে সাভার প্রেসক্লাবের পিওন নিরীহ মনঞ্জয়ের। সাভারের ঘরে ঘরে এখনো কান্নার রোল। ৫'শয়ের অধিক মানুষ গুলিবিদ্ধ হয়ে ছটফট করছে হাসপাতালে। এদের দায়িত্বহীনতা ও পেশাদারিত্বের সীমাহীন ব্যর্থতার মাশুল গুনতে হয়েছে নিরীহ পুলিশ সদস্যদের। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে পরিচয় দেয়া কাফী হাসিনার পতনের সাথে সাথেই পালিয়ে গেছেন। নিরাপদ স্থলে থেকে ইউনিট কমান্ডার হিসেবে নির্বিচারে গুলি বর্ষণের নির্দেশ দিয়েছেন। এই দুই জল্লাদের  দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন সাভারের দুই বারের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। আমরা নতুন দিনের নতুন পুলিশ চাই। পুলিশ সদর দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই জল্লাদরা ফিরে এলে স্বজন হারানো মানুষরা আবার ক্ষোভে ফুঁসে উঠতে পারে। জনগণের আস্থা এবং বিশ্বাস ফেরাতে প্রয়োজন যথার্থ পদক্ষেপ। বাংলাদেশের অনেক জেলা আছে যেখানে একটি মানুষও মারা যায়নি। আর সাভারে আন্দোলন কামী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে এই দুই জল্লাদ! তাই সাভারের ছাত্র জনতার শহীদদের প্রতি দুঃখ -বেদনা একটু বেশি অনুভূত হয়। 

এমএসএম / এমএসএম

সেতু নির্মাণে আশার আলো দেখছেন প্রায় ৫০ হাজার মানুষ

মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

রাণীশংকৈলে সোনার পুতুল প্রতারণার শিকার হয়ে গ্রেফতার-৫

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

নড়াইলে ডাকাতিকালে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, রায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ

রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত