শেকৃবি শিক্ষকদের তৎপরতায় মৃতদেহ শনাক্তের উদ্যোগ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ৪ টি মরদেহ এই সময়েও মৃতের স্বজনরা নিতে না আসায় বেওয়ারিশ হিসেবে সৎকারের সিদ্ধান্ত গ্রহণ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ৷ তবে আজ(১৫ আগস্ট) শেকৃবি শিক্ষকদের তৎপরতায় যথাযথভাবে মৃতদেহ শনাক্ত করে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন তারা।
এর আগে গত ১১ জুলাই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে উল্লেখ করা হয়, বিগত ১৬/০৭/২০২৪ইং তারিখ থেকে ০৬/০৮/২০২৪ইং তারিখ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় নিহত পরিচয় বিহীন ছাত্র-জনতা সহ বিভিন্ন ব্যক্তির কিছু মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হীম ঘরে রাখা আছে। কিন্তু অদ্যাবধি উক্ত মরদেহ সমূহের কোন পরিচয়, ঠিকানা বা কোন দাবিদার পাওয়া যায় নাই, এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোন সহযোগীতা পাওয়া যায় নাই। এমতাবস্থায়, সৎকারের প্রয়োজনে উক্ত বেওয়ারিশ মরদেহ গ্রহণে আগ্রহী কোন সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে স্বাগত জানানো হচ্ছে।
পরবর্তীতে বৃহস্পতিবার(১৫ আগস্ট) শেকৃবির নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ২০ থেকে ২৫ জন প্রতিনিধি দেখা করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. শফিউর রহমানের সাথে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী এ বিষয়ে বলেন, পরিচালক সাহেবের সাথে কথা বলার পর তিনি বর্তমান পরিস্থিতিতে মৃতদেহ শনাক্তের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করে মৃতদেহ শনাক্তের ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল পরিচালক স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়৷ এতে উল্লেখ করা হয়,বৈষম্য বিরোধী আন্দোলনে (গত ৪-৬ আগষ্ট ২০২৪ ইং পর্যন্ত) নিহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ০৪ টি মৃতদেহ সংরক্ষিত আছে। গত কয়েকদিন যাবৎ খোঁজাখুজি করেও এদের প্রকৃত কোন পরিচয় পাওয়া যাচ্ছে না। যদি কোন সহৃদয় ব্যক্তি এদের কোন পরিচয় বা সনাক্ত করতে পারেন তাহলে আগামী ১৬,১৭ ও ১৮ আগষ্ট (০৩) তিন দিনের মধ্যে জরুরী ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
Link Copied