ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

শেকৃবি শিক্ষকদের তৎপরতায় মৃতদেহ শনাক্তের উদ্যোগ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষের


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৫-৮-২০২৪ রাত ১১:৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ৪ টি  মরদেহ এই সময়েও মৃতের স্বজনরা নিতে না আসায় বেওয়ারিশ হিসেবে সৎকারের সিদ্ধান্ত গ্রহণ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ৷ তবে আজ(১৫ আগস্ট) শেকৃবি শিক্ষকদের তৎপরতায় যথাযথভাবে মৃতদেহ শনাক্ত করে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন তারা।  
 
এর আগে গত ১১ জুলাই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে উল্লেখ করা হয়, বিগত ১৬/০৭/২০২৪ইং তারিখ থেকে ০৬/০৮/২০২৪ইং তারিখ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় নিহত পরিচয় বিহীন ছাত্র-জনতা সহ বিভিন্ন ব্যক্তির কিছু মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হীম ঘরে রাখা আছে। কিন্তু অদ্যাবধি উক্ত মরদেহ সমূহের কোন পরিচয়, ঠিকানা বা কোন দাবিদার পাওয়া যায় নাই, এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোন সহযোগীতা পাওয়া যায় নাই। এমতাবস্থায়, সৎকারের প্রয়োজনে উক্ত বেওয়ারিশ মরদেহ গ্রহণে আগ্রহী কোন সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে স্বাগত জানানো হচ্ছে। 
 
পরবর্তীতে বৃহস্পতিবার(১৫ আগস্ট) শেকৃবির নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ২০ থেকে ২৫ জন প্রতিনিধি দেখা করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. শফিউর রহমানের সাথে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী এ বিষয়ে বলেন, পরিচালক সাহেবের সাথে কথা বলার পর তিনি বর্তমান পরিস্থিতিতে মৃতদেহ শনাক্তের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করে মৃতদেহ শনাক্তের ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।
 
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল পরিচালক স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়৷ এতে উল্লেখ করা হয়,বৈষম্য বিরোধী আন্দোলনে (গত ৪-৬ আগষ্ট ২০২৪ ইং পর্যন্ত) নিহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ০৪ টি মৃতদেহ সংরক্ষিত আছে। গত কয়েকদিন যাবৎ খোঁজাখুজি করেও এদের প্রকৃত কোন পরিচয় পাওয়া যাচ্ছে না। যদি কোন সহৃদয় ব্যক্তি এদের কোন পরিচয় বা সনাক্ত করতে পারেন তাহলে আগামী ১৬,১৭ ও ১৮ আগষ্ট (০৩) তিন দিনের মধ্যে জরুরী ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

এমএসএম / এমএসএম

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

দেশের স্বার্থেই কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে- ভেটেরিনারি অনুষদের ডিন

সভায় বসেছে প্রকৌশলীদের দাবি নিয়ে গঠিত কমিটি

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা