জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে মাত্র ১ রানে অর্থনীতি বিভাগকে পরাজিত করে শিরোপা জিতে দর্শন বিভাগ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।
সকালে টসে জিতে অর্থনীতি বিভাগ দর্শন বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ১০ ওভারে দর্শন বিভাগ ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে দর্শন বিভাগ। লক্ষ্য তাড়ায় নেমে অর্থনীতি বিভাগ শেষ পর্যন্ত দারুণ লড়াই করলেও ৩ উইকেট হারিয়ে ১০২ রানে সংগ্রহ করতে সক্ষম হয় অর্থনীতি বিভাগ। মাত্র ১ রানের ব্যবধানে পরাজিত হয় অর্থনীতি বিভাগ।
ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দর্শন বিভাগের ইকবাল। টুর্নামেন্টজুড়ে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার অর্জন করেন অর্থনীতি বিভাগের দীপঙ্কর। বাংলা বিভাগ ফেয়ার প্লে ট্রফি লাভ করে।
ম্যাচ শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার হালদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, জাকসু’র ভিপি আবদুর রশিদ জিতু ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন। বক্তব্যে দর্শন বিভাগের এ জয়ে সন্তোষ প্রকাশ করে অধ্যাপক মুনির হোসেন তালুকদার এই সাফল্যটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের প্রতি উৎসর্গ করেন।
Aminur / Aminur
জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ
সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল
অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা
ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার
প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান
ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন