বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে এসেছেন আসিফ মাহমুদ।আজ দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে আসেন তিনি। তার আগেই বিসিবিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে তামিমকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। জানাযায়, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ক্রীড়া উপদেষ্টার আসার খবর গতকাল রাতেই ছড়িয়ে পড়ে তাই প্ল্যাকার্ড হাতে একদল শিক্ষার্থী স্টেডিয়ামের ২ নম্বর গেটে জড়ো হন, তাঁদের প্ল্যাকার্ডে লেখা—‘দুর্নীতি আর কত? বিসিবি পরিচালকদের পদত্যাগ চাই,বিসিবির দালালরা হুঁশিয়ার’ ‘ক্রিকেটে আর কত দিন দুর্নীতি চলবে?’ নতুন ক্রীড়া উপদেষ্টাকে স্বাগত জানাতে ফুলের তোড়া নিয়ে আসেন একদল ক্রীড়া সংগঠক। তামিম ইকবালকেও পেরিয়ে আসতে হয় এ ভিড়।
পরে আসিফ মাহমুদ বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তী সময়ে একাডেমি ভবনে যান তারা।
এদিন ক্রীড়া উপদেষ্টার বিসিবিতে আসার খবরে মিরপুর শেরেবাংলায় স্টাফদের সকাল থেকেই ছিল রাজ্যের ব্যস্ততা। গণমাধ্যমকর্মীদের ভিড়ও ছিল অনেক। মাঝে বিসিবিতে আসেন তামিম ইকবালও। ক্রীড়া উপদেষ্টার আগমনের কারণেই বিসিবিতে আসা তার। তামিমের জাতীয় দলে ফেরার ব্যাপারেও এদিন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা হতে পারে।
এমএসএম / এমএসএম

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড
