জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দিতে গণস্বাক্ষর কর্মসূচি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা এগারোটা থেকে এই গণস্বাক্ষর কর্মসূচি চালু হয় এবং বারোটা থেকে অবস্থান কর্মসূচি শুরু করে। এসময় তারা একটি মিছিল নিয়ে পুরো ক্যাস্পাস প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে মিছিল নিয়ে ভিসি ভবনের সামনে এসে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা ” জবি থেকে ভিসি চাই- দিয়ে দাও, দিতে হবে”, “ভাড়াটিয়া ভিসি আসলে- গেটে তালা ঝুলবে”, ” বাইরে থেকে ভিসি- মানি না,মানবো না ” বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বেলাল হোসেন বলেন,আমরা সংখ্যায় অনেকজন। আমাদের বিশ্ববিদ্যালয়ের ২০ হাজার শিক্ষার্থী ও প্রায় ৭০০ এর মতো শিক্ষক সবাই আমাদের সাথে একমত পোষণ করেছেন।আমরা বিভিন্ন এঙ্গেলে সবার কাছে বার্তা পৌঁছে দিয়েছি।কেউ আমাদের সাথে এ বিষয়ে দ্বিমত।করে নি।তিনি আরো বলেন,আমাদের আজকে এবং কালকে গণস্বাক্ষর কর্মসূচি চলবে।আমরা অনলাইনে ও যাতে সবাই স্বাক্ষর দিতে পারে তাই গুগল ফর্ম ছেড়েছি।আপনারা সবাই অংশগ্রহণ করবেন।আগামী কাল আমরা আরো বৃহৎ আকারে কর্মসূচি পালন করবো। আজকে বৃষ্টির কারণে অনেকেই আমাদের সাথে যোগ দিতে পারে নি।আমরা পরবর্তীতে এই স্বাক্ষরের লিস্ট নিয়ে বর্তমান উপদেষ্টার কাছে জমা দিবো।
এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তফা হাসান বলেন,আমরা কারো তাঁবেদারি করতে চাই না।আমরা বাইরে থেকে ভাড়াটিয়া ভিসি চাই না।বাইরে থেকে ভিসি নিয়োগ দিলে একটা সময় বিভিন্ন কাজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যেতে হয়।কিন্তু আমাদের এখন অনেক প্রফেসর আছেন।প্রায় ৩৬ জনের মতো প্রথম গ্রেডের প্রফেসর আছে।তাদের মধ্য থেকে ভিসি নিয়োগ দেওয়া হোক।
এ বিষয়ে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসির আহমেদ বলেন,দেখেন গত ০৬ জুন থেকে ঢাবি, জবির শিক্ষার্থীরা মিলে একসাথে আন্দোলন গড়ে তুলে।কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই জবি নানা ভাবে বৈষম্যের শিকার হয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ১৯ বছরে একটা ভবন ছাড়া আর কি হয়েছে?আমাদের কেরানিগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসে আমরা কোনো কাজ দৃশ্যমান দেখতে পাই নি।তাই আমরা জবি থেকেই ভিসি চাই। পরবর্তীতে বিভিন্ন শিক্ষার্থীরাও তাদের বক্তব্যে জবি থেকে ভিসি দিতে হবে বলে জানান।অন্যথায় বাইরে থেকে ভিসি আসলে মেনে নেওয়া হবে না বলে জানান।
T.A.S / T.A.S
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা