ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

যশোরে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ততা সৃষ্টিতে ওয়ার্কশীট ব্যবস্থা


এম এ পাভেল,  যশোর photo এম এ পাভেল, যশোর
প্রকাশিত: ১-৬-২০২১ রাত ৮:১৮
যশোরে প্রাথমিকের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নতুন কার্যক্রম শুরু করা হয়েছে। দেয়া হচ্ছে ওর্য়াকশীট, এর মাধ্যমে যাতে শিক্ষার্থীরা বইয়ের সাথে সম্পৃক্ত থাকতে পারে। বর্তমানে জেলার দুই লাখ শিক্ষার্থীকে এ কার্যক্রমের মাধ্যমে বাড়িতে বসে লেখাপড়াসহ পরীক্ষা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। সেটা আবার মূল্যায়ন করে সংরক্ষণ করা হচ্ছে বলে জানান শিক্ষকরা।
 
শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বই পড়া থেকে বিচ্ছিন্ন রয়েছে। এরমধ্যে অনেক শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় পিতা-মাতা তাদের কাজের সাথে লাগিয়ে দিয়েছে। আবার অনেক শিক্ষার্থী বাড়িতে থাকলেও লেখাপড়া করে না। এ কারণে ঈদুল ফিতরের পর থেকে নতুন কার্যক্রম চালু করেছে ন্যাশনাল প্রাথমিক একাডেমি। সেখান থেকে অনলাইনে দেয়া হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ওয়ার্কশীট। এটা বিদ্যালয় থেকে ডাউনলোড করে অভিভাবককে দেয়া হচ্ছে।
 
বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন জানান, ওয়ার্কশীট শিক্ষার্থীরা বাড়িতে বসে লিখে বিদ্যালয়ে জমা দেবে। সেটা সংরক্ষণে রেখে তাদের মূল্যায়ন করা হবে। যেসব অভিভাবক এটা বুঝতে না পারবেন তাদের বিদ্যালয় থেকে বুঝিয়ে দেয়া হবে। ওয়ার্কশীট লিখতে হলে বই পড়তে হবে। বই না পড়লে তারা লিখতে পারবে না। এ কারণে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ততা বাড়ছে। 
 
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম জানান, ওয়ার্কশীটের কার্যক্রমটা ভালো উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ত রাখার ভালো উপায়। কারণ করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা বই থেকে বিচ্ছিন্ন ছিল। অভিভাবকরা কোনোভাবে সন্তানকে লেখাপড়া করাতে পারছিল না। তারা টেলিভিশনে কার্টুন দেখে সময় পার করছিল। এ কারণে ওয়ার্কশীট দিয়ে অভিভাবকদের বুঝিয়ে দেয়া হচ্ছে। ফলে অভিভাবকরাও তাদের ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে আন্তরিক হচ্ছেন। একই কথা জানান উপশহর শহীদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদ হোসেন বাবু। 
 
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ওয়ার্কশীট দেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। ওয়ার্কশীট শিক্ষার্থীদের বুঝিয়ে দেয়া হচ্ছে। এর মাধ্যমে  শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হচ্ছে। আর ওয়ার্কশীটের পরীক্ষা দিতে শিক্ষার্থীদের বই পড়তে হচ্ছে। পড়া ছাড়া তারা পরীক্ষা দিতে পারবে না। ফলে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ততা সৃষ্টি হচ্ছে।

এমএসএম / এমএসএম

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ

কোনাবাড়ীতে ইমরান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

কুতুবদিয়ায় আগাম তরমুজ ও খিরা চাষ করে স্বাবলম্বী কৃষক

ধামইরহাটে এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি সরকারের দুম্বার মাংস বিতরণ

বাঁশখালীতে একাধিক মামলার আসামি বৈলছড়ীর মিজান গ্রেফতার

সাগর পথে মায়ানমারে সিমেন্ট পাচার; বোট ডুবে সাগরে ভসছিল রোহিঙ্গাসহ ৬ জন

গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জামলা বহুমুখী তা'লিমুল কুরআন ও নুরানি মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন

শাহজাদপুরে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন