যশোরে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ততা সৃষ্টিতে ওয়ার্কশীট ব্যবস্থা
যশোরে প্রাথমিকের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নতুন কার্যক্রম শুরু করা হয়েছে। দেয়া হচ্ছে ওর্য়াকশীট, এর মাধ্যমে যাতে শিক্ষার্থীরা বইয়ের সাথে সম্পৃক্ত থাকতে পারে। বর্তমানে জেলার দুই লাখ শিক্ষার্থীকে এ কার্যক্রমের মাধ্যমে বাড়িতে বসে লেখাপড়াসহ পরীক্ষা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। সেটা আবার মূল্যায়ন করে সংরক্ষণ করা হচ্ছে বলে জানান শিক্ষকরা।
শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বই পড়া থেকে বিচ্ছিন্ন রয়েছে। এরমধ্যে অনেক শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় পিতা-মাতা তাদের কাজের সাথে লাগিয়ে দিয়েছে। আবার অনেক শিক্ষার্থী বাড়িতে থাকলেও লেখাপড়া করে না। এ কারণে ঈদুল ফিতরের পর থেকে নতুন কার্যক্রম চালু করেছে ন্যাশনাল প্রাথমিক একাডেমি। সেখান থেকে অনলাইনে দেয়া হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ওয়ার্কশীট। এটা বিদ্যালয় থেকে ডাউনলোড করে অভিভাবককে দেয়া হচ্ছে।
বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন জানান, ওয়ার্কশীট শিক্ষার্থীরা বাড়িতে বসে লিখে বিদ্যালয়ে জমা দেবে। সেটা সংরক্ষণে রেখে তাদের মূল্যায়ন করা হবে। যেসব অভিভাবক এটা বুঝতে না পারবেন তাদের বিদ্যালয় থেকে বুঝিয়ে দেয়া হবে। ওয়ার্কশীট লিখতে হলে বই পড়তে হবে। বই না পড়লে তারা লিখতে পারবে না। এ কারণে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ততা বাড়ছে।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম জানান, ওয়ার্কশীটের কার্যক্রমটা ভালো উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ত রাখার ভালো উপায়। কারণ করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা বই থেকে বিচ্ছিন্ন ছিল। অভিভাবকরা কোনোভাবে সন্তানকে লেখাপড়া করাতে পারছিল না। তারা টেলিভিশনে কার্টুন দেখে সময় পার করছিল। এ কারণে ওয়ার্কশীট দিয়ে অভিভাবকদের বুঝিয়ে দেয়া হচ্ছে। ফলে অভিভাবকরাও তাদের ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে আন্তরিক হচ্ছেন। একই কথা জানান উপশহর শহীদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদ হোসেন বাবু।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ওয়ার্কশীট দেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। ওয়ার্কশীট শিক্ষার্থীদের বুঝিয়ে দেয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হচ্ছে। আর ওয়ার্কশীটের পরীক্ষা দিতে শিক্ষার্থীদের বই পড়তে হচ্ছে। পড়া ছাড়া তারা পরীক্ষা দিতে পারবে না। ফলে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ততা সৃষ্টি হচ্ছে।
এমএসএম / এমএসএম
চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ
সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ
চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি
কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার
মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ
পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি
বড়লেখায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার
জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা
ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ
Link Copied