যশোরে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ততা সৃষ্টিতে ওয়ার্কশীট ব্যবস্থা
যশোরে প্রাথমিকের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নতুন কার্যক্রম শুরু করা হয়েছে। দেয়া হচ্ছে ওর্য়াকশীট, এর মাধ্যমে যাতে শিক্ষার্থীরা বইয়ের সাথে সম্পৃক্ত থাকতে পারে। বর্তমানে জেলার দুই লাখ শিক্ষার্থীকে এ কার্যক্রমের মাধ্যমে বাড়িতে বসে লেখাপড়াসহ পরীক্ষা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। সেটা আবার মূল্যায়ন করে সংরক্ষণ করা হচ্ছে বলে জানান শিক্ষকরা।
শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বই পড়া থেকে বিচ্ছিন্ন রয়েছে। এরমধ্যে অনেক শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় পিতা-মাতা তাদের কাজের সাথে লাগিয়ে দিয়েছে। আবার অনেক শিক্ষার্থী বাড়িতে থাকলেও লেখাপড়া করে না। এ কারণে ঈদুল ফিতরের পর থেকে নতুন কার্যক্রম চালু করেছে ন্যাশনাল প্রাথমিক একাডেমি। সেখান থেকে অনলাইনে দেয়া হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ওয়ার্কশীট। এটা বিদ্যালয় থেকে ডাউনলোড করে অভিভাবককে দেয়া হচ্ছে।
বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন জানান, ওয়ার্কশীট শিক্ষার্থীরা বাড়িতে বসে লিখে বিদ্যালয়ে জমা দেবে। সেটা সংরক্ষণে রেখে তাদের মূল্যায়ন করা হবে। যেসব অভিভাবক এটা বুঝতে না পারবেন তাদের বিদ্যালয় থেকে বুঝিয়ে দেয়া হবে। ওয়ার্কশীট লিখতে হলে বই পড়তে হবে। বই না পড়লে তারা লিখতে পারবে না। এ কারণে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ততা বাড়ছে।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম জানান, ওয়ার্কশীটের কার্যক্রমটা ভালো উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ত রাখার ভালো উপায়। কারণ করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা বই থেকে বিচ্ছিন্ন ছিল। অভিভাবকরা কোনোভাবে সন্তানকে লেখাপড়া করাতে পারছিল না। তারা টেলিভিশনে কার্টুন দেখে সময় পার করছিল। এ কারণে ওয়ার্কশীট দিয়ে অভিভাবকদের বুঝিয়ে দেয়া হচ্ছে। ফলে অভিভাবকরাও তাদের ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে আন্তরিক হচ্ছেন। একই কথা জানান উপশহর শহীদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদ হোসেন বাবু।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ওয়ার্কশীট দেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। ওয়ার্কশীট শিক্ষার্থীদের বুঝিয়ে দেয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হচ্ছে। আর ওয়ার্কশীটের পরীক্ষা দিতে শিক্ষার্থীদের বই পড়তে হচ্ছে। পড়া ছাড়া তারা পরীক্ষা দিতে পারবে না। ফলে শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ততা সৃষ্টি হচ্ছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা
শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে
আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক
মান্দায় দখলদারিত্ব ধরে রাখতে ফসল বিনষ্টে আগাছানাশক প্রয়োগ
তানোরে অবশেষে তালন্দ কলেজের নিয়োগ বোর্ড স্থগিত!
রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২
Link Copied