বন্যার্তদের জন্য বাড়ি বাড়ি গিয়ে টাকা ও চাল তুলতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাড়াকান্দি উত্তরা তরুণ সংঘের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে নগদ টাকা ও চাল উত্তোলন করেছেন।
শুক্রবার জুম্মার নামাজ শেষ করে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে বাড়াকান্দি উত্তরা তরুণ সংঘের সদস্যরা তিন ঘন্টায় বাড়ি বাড়ি গিয়ে ১০৫ কেজি চাল ও নগদ ৯ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন।
বানভাসিদের জন্য উত্তোলনকৃত টাকা ও চালের সমমূল্যের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিকাশ নাম্বারে পাঠিয়েছেন।
বাড়াকান্দি উত্তরা তরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক রাসেল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্যই আমরা জুম্মার নামাজ শেষ করে চাল ও নগদ টাকা তুলেছি। গ্রামের অনেক মা-বোন আছে যাদের বানভাসি মানুষকে সাহায্য করতে চান কিন্তু পারে না। এজন্য আমরা তাদের দেওয়া চাল ও নগদ টাকা তুলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়েছি। এ বিপদের সময় নিজ নিজ জায়গায় থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো.মাসুম খান বলেন, মানুষের জন্য কাজ করতে পারলে আত্মতৃপ্তি পায়। বর্তমান চলমান পরিস্থিতিতে দেশের বন্যার্তরা কষ্টে দিন পার করছে। এজন্য নিজেদের জায়গা থেকে আমরা ছোট ভাইদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাল ও টাকা তুলেছি। গ্রামের মানুষ কেউ এক কেজি কেউ আঘা কেজি চাল দিয়েছে। আবার কেউ কেউ ১০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বন্যার্তদের দেওয়ার জন্য আমাদেরকে দিয়েছে। বন্যার্তদের জন্য সংগ্রহ করা টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিকাশের মাধ্যমে নগদ টাকা ও চাল বিক্রি করে টাকা পাঠিয়েছি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী মো.মোহাইমিনুল ইসলাম (হৃদয়) বলেন, বন্যার্তদের জন্য কিছু করা প্রয়োজন এজন্য বন্ধু ও ছোটভাইদেরকে সাথে নিয়ে চাল ও টাকা তুলেছি। মানুষের কল্যাণে কাজ করতে পারলে নিজের কাছেই ভালো লাগে।
চাল ও টাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, বাড়াকান্দি উত্তরা তরুণ সংঘের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সবুজ, জাকারিয়া, রাকিবুল ইসলাম ,তালাত মাহমুদ অন্তর, নোমান, ইমন, আনিসুর, নয়ন,শরিফ, আকাশ প্রমুখ।
এমএসএম / এমএসএম
মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন
পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ
সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ
নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী
পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন
ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি
মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন
ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর