ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে শাহ আলী থানা ছাত্রদল নেতা সজিব এর সাংবাদিক সম্মেলন


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ৩:৪০

শনিবার ২৪ আগস্ট সকাল ১১.৩০ মিনিটের সময় শাহ্আলী থানাধীন  উত্তর বিশিল ৬ নম্বর রোডস্থ শাহ আলী থানা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে শাহ্আলী থানা ছাত্রদল নেতা মো: সাব্বির হোসেন সজিব  সংবাদ সম্মেলনে আয়োজন করেন।

উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাব্বির হোসেন সজিব বলেন, আমি গত সোমবার ৬ তারিখে নয়ন গংদের চাঁদা তোলাকে কেন্দ্র করে, বৈষম্য বিরোধী ছাত্ররা চাঁদাবাজি বন্ধে এগিয়ে আসে, এ সময়ে তাদের সঙ্গে আমি মানিক সহ আরো অনেকে একত্রিত হয়ে সুলতান বাণিজ্য ভান্ডার এর মালিক সুলতান হোসেন বেপারীর কে সহযোগিতা করার উদ্দেশ্যে , চাঁদাবাজ নয়ন গংদের বাধাঁ প্রদান করি। সে সময়ে এক প্রকার হট্টগোলের সৃষ্টি হয় এবং পালিয়ে যেতে বাধ্য হয় চাঁদাবাজ নয়ন গং। এ নিয়ে গত ২২'শে আগস্ট বৃহস্পতিবার বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক পত্রিকার অনলাইনে 'মিরপুরে ছাএদলের নাম ভাঙ্গিয়ে ফলের আড়ৎ দখল শিরোনামে খবর প্রকাশিত হয়। এখানে আমি মো: সাব্বির হোসেন সজিব ও মো: মানিক খান সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। প্রকৃত ঘটনাটি প্রতিবেদককে ভুল বুঝিয়ে, প্রকৃত ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয়েছে। আমরা ভুক্তভোগী সুলতান  ভান্ডারের সত্তাধিকারী মো: সুলতান মিয়াকে তার দোকানে চাঁদাবজি বন্ধে সহযোগীতা করেছি, চাদাঁবাজি নয় ! 

এ সময়ে চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রকৃত ঘটনাটি সংবাদ সম্মেলনে তুলে ধরেন সুলতান বানিজ্য ভান্ডারের সত্তাধিকারী মো: সুলতান হোসেন বেপারী। তার ভাষ্য, নয়ন একজন প্রকৃত চাঁদাবাজ ।বিগত স্বৈরশাসক আমলে সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিনা আক্তার তুহিন এর আপন বোন জামাই সন্ত্রাসী চাঁদাবাজ নয়ন ।

দীর্ঘদীন ধরে সে চাঁদাবাজি করছে। কেউ চাদাঁ না দিলে তাকে মারধর সহ ভয়ভীতি দেখিয়ে আসছে। বিগত সরকার আমলে এই চাঁদাবাজ নয়নের ব্যপারে বহু গনমাধ্যমে ফুটপাত চাঁদাবজিকে কেন্দ্র করে সংবাদ প্রকাশিত হয়। এখন চাঁদাবজি করতে না পারায় মো: সাব্বির হোসেন সজিব ও মো: মানিক খানে'র উপর ক্ষিপ্ত হয়ে অসত্য ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত হয়ে সামাজিক ভাবে তাদের হেয় করা হচ্ছে ,বলে আমরা মনে করি। তাই উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সজীবের বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে সুলতান বেপারী বলেন, ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতারা যেন সজীবের এই বহিষ্কারাদেশ তুলে নেয়, আমি ব্যক্তিগতভাবে সেই অনুরোধ করছি । আপনারা প্রয়োজনে ঘটনাস্থলে আসেন প্রকৃত সত্যটা শুনে যান ।

এমএসএম / এমএসএম

ড্রাইভার কনস্টেবল মো. সোহাগ হোসেনকে নিটোরে দেখতে গেলেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম

বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশের পোশাক কারখানা: LEED Platinum-এ ১১০-এর মধ্যে ১০৮ স্কোর অর্জন HAMS Garments Ltd.-এর

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উদযাপন

রাজধানীর সায়েদাবাদে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র, মাদক ও বিপুল অর্থসহ ৬ জন আটক

এলজিইডির প্রধান প্রকৌশলকে সকালের সময় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন

‎নকশার বহির্ভূত ব্যক্তিগত জমিতে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগে তুরাগে মানববন্ধন, আদালতে মামলা

শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

উত্তরায় চালু হলো আধুনিক ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল

লালবাগে মৃত্যুর মুখে শত শত মানুষ: হেলে পড়া ভবনেও 'নিস্পৃহ' রাজউক!

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ

‎তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা

বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ