ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

কাশিমপুরের রাস্তাগুলোর বেহাল দশা: শিল্পপতিদের বিনিয়োগ ও বিদেশি ক্রেতাদের আগ্রহ বাধাগ্রস্ত


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ৪:০

গাজীপুরের কাশিমপুর এলাকার রাস্তাগুলোর অবস্থা চরম খারাপ। প্রতিদিনই এসব রাস্তায় বিভিন্ন উন্নতমানের গাড়ি চলাচল করে, কিন্তু রাস্তার দুরবস্থার কারণে এসব গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই এলাকার রাস্তার খারাপ অবস্থার কারণে শুধু স্থানীয় বাসিন্দা বা ব্যবসায়ীরাই নয়, ক্ষতির সম্মুখীন হচ্ছেন দেশের বড় বড় শিল্পপতিরাও। এতে বিদেশি ক্রেতাদের কাছেও দেশের সুনাম প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কাশিমপুর থানার আহ্বায়ক আমজাদ হোসেন বলেন, “আমার ব্যক্তিগত ও প্রেসক্লাবের কাজে উন্নতমানের একটি গাড়ি ব্যবহার করি, কিন্তু কাশিমপুরের রাস্তাগুলো এতটাই খারাপ যে এখন গাড়ি চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন বিগত বছরগুলোতে যেসব রাস্তা নির্মাণ করেছে, তা একেবারেই পরিকল্পনাহীন এবং নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি। ফলে রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে গেছে।” 

তিনি আরও বলেন, “বিভিন্ন সময় আমার গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়, যার মেরামত করতে অনেক খরচ হয়। এসব যন্ত্রাংশ খুবই মূল্যবান। যদি রাস্তাগুলোর মান ভালো হতো, তাহলে গাড়ির এই ক্ষতি হতো না।” তার এই মন্তব্যে সমর্থন জানিয়ে স্থানীয় ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমরা কষ্ট করে ভালো গাড়ি কিনেছি, কিন্তু এখন মনে হচ্ছে সেই গাড়ি রাখার কোন মানে নেই। প্রতিদিন রাস্তার কারণে গাড়ির কিছু না কিছু ক্ষতি হয়। গাজীপুর সিটি কর্পোরেশন সঠিক পরিকল্পনা ছাড়া রাস্তা তৈরি করেছে এবং নিম্নমানের কাঁচামাল ব্যবহার করেছে, যার ফলে এই দুরবস্থা।”

অন্যদিকে, কাশিমপুরের একজন বড় গার্মেন্টস ব্যবসায়ী বলেন, “আমার কারখানার পণ্য বিদেশে রপ্তানি হয়। বিদেশি ক্রেতারা সরাসরি কারখানা পরিদর্শনে আসেন। কিন্তু কাশিমপুরের রাস্তাগুলোর দুরবস্থা দেখে তারা হতাশ হন। একবার একজন ক্রেতা রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ায় সময়মতো কারখানায় পৌঁছাতে পারেননি, ফলে চুক্তি বাতিলের উপক্রম হয়েছিল।”

একই সমস্যার সম্মুখীন হচ্ছেন অন্যান্য শিল্পপতিরাও। শিল্পকারখানার মালিকদের মতে, কাশিমপুরের রাস্তাগুলোর উন্নয়ন না হলে বিদেশি বিনিয়োগ এবং ক্রেতাদের আগ্রহ কমে যাবে। তারা বলেন, “শিল্পের বিকাশের জন্য অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। রাস্তার দুরবস্থার কারণে কাঁচামাল পরিবহন এবং পণ্য সরবরাহে দেরি হয়, যা ব্যবসার জন্য খুবই ক্ষতিকর।”

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, “গাজীপুর সিটি কর্পোরেশন রাস্তাগুলো তৈরির সময় একবারও ভাবেনি যে, এই রাস্তা দিয়ে প্রতিদিন কত গাড়ি চলাচল করবে। ভালো গাড়ি ব্যবহার করা এখন আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।”

এ অবস্থায় কাশিমপুরের শিল্পপতিরা এবং বাসিন্দারা গাজীপুর সিটি কর্পোরেশনের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, রাস্তা সংস্কার এবং উন্নয়নের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা এবং মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার অপরিহার্য। তারা আরও জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কাশিমপুরের রাস্তাগুলোর অবস্থা আরও খারাপ হবে এবং দেশীয় শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে। তাছাড়া, বিদেশি ক্রেতাদের কাছে দেশের সুনাম নষ্ট হওয়ার ঝুঁকিও রয়েছে। 

এলাকার মানুষের আশঙ্কা, সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ যদি এই সমস্যা দ্রুত সমাধান না করে, তাহলে কাশিমপুরের রাস্তাগুলো ভবিষ্যতে শিল্প-বাণিজ্যের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার