চ্যাটজিপিটির ইউজার বেড়েছে দ্বিগুণ
জুলাইতে চ্যাটজিপিটি-৪০ মিনি চালুর পরই মূলত এর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট সেবা চ্যাটজিপিটির সাপ্তাহিক ইউজারের সংখ্যা বেড়ে হয়েছে ২০ কোটি। চ্যাটজিপিটির নেপথ্যের সংস্থা ওপেনএআই জানিয়েছে গত বছর একই সময়ে ব্যবহারকারীদের সংখ্যা ছিল এর অর্ধেক।
ওপেনএআই ২০২২ সালে চ্যাটজিপিটি বাজারে আনে। এর বিশেষত্ব ছিল মানুষের মতো করে ইউজারদের প্রশ্নের উত্তর দিতে পারতো এটি। নভেম্বরে এর সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি বলে প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানান।
ওপেনএআই জানিয়েছে, ফরচুন ৫০০ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯২ শতাংশই তাদের পণ্য ও এপিআই ব্যবহার করছে। একটি সফটওয়্যার অন্য সফটওয়্যারকে এপিআইর মাধ্যমে নির্দেশনা দিতে পারে।
এর ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে মূলত জুলাইতে চ্যাটজিপিটি-৪০ মিনি চালুর পরই। জিপিটি-৪০ একটি সাশ্রয়ী এআই মডেল। চ্যাটজিপিটির মূল সংস্করণের সব সক্ষমতা না থাকলেও ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে চাহিদা মেটাতে এটি যথেষ্ট সহায়ক।
যে কারণে, এটি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে কম সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের দিক দিয়েও এটি এগিয়ে আছে। সার্বিকভাবে 'এআই' বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তা বাড়িয়েছে চ্যাটজিপিটি। খুব অল্প সময়ের মধ্যেই এটি সানফ্রানসিসকো ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির মূল্য বাড়িয়ে দিয়েছে।
ওপেন এআই ও অ্যানথ্রোপিক আলাদা করে মার্কিন সরকারের সঙ্গে এআই মডেলের গবেষণা, নিরীক্ষা ও মূল্যায়ন নিয়ে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে বলে জানা গেছে।গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইতে বিনিয়োগের পরিকল্পনা করছে অ্যাপল ও এনভিডিয়া। এই বিনিয়োগ রাউন্ডের পর ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআই’র মূল্যমান।
এই প্রতিষ্ঠানে মাইক্রোসফটও বিনিয়োগ করতে পারে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম