মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে বটিয়াঘাটায় পাল্টা সাংবাদিক সম্মেলন
বটিয়াঘাটার জলমা ইউনিয়ন বিএনপির করা সাংবাদিক সম্মেলনকে মিথ্যা আখ্যায়িত করে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগী বাদশা সানার স্ত্রী রুমানা বেগম। গতকাল বুধবার বেলা বারোটায় স্থানীয় উপজেলা প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের লিখিত বক্তব্য পাঠে তিনি জানান, তার স্বামী বাদশা সানা ও দেবর দীর্ঘদিন যাবত সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমান কমিটিতে দুই জনেরই নাম তালিকায় রয়েছে। বিবাহের পর থেকেই তিনি দেখে আসছে স্বামী ও দেবর বিএনপির রাজনীতি করার কারণে বিগত আওয়ামীলীগ সরকারের শাসন আমলে মিথ্যা মামলায় তারা ঘরে ঘুমাতে পারেনি। গত ৫ আগস্ট সরকার পতন আন্দোলনে আমার পুত্র রাজ সানা ছাত্রদের সরাসরি যুক্ত ছিলো। গত ৮ মাস পূর্বে তার স্বামী বাদশা সানা রাঙ্গেমারী মৌজায় একটি জমি ক্রয়ের পর থেকে খুলনা জেলা বিএনপির সদস্য সচিবের আত্মীয় আনোয়ার হোসেন সহ তিনি বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমানে আমি আমার স্বামী, দেবর ও সন্তানদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে। এব্যাপারে ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার দাবি করছেন তিনি। বক্তব্য পাঠকালে উপস্থিত ছিলেন, আসমা বেগম, নুর নাহার, সাহীনা, মোঃ নাইম, মোঃ ইমরান, মোঃ জামির, শারমিন, মীম, হাসি, মোঃ সিদ্দিক, মোঃ দিদারুল, মোঃ ইলিয়াস, মোঃ জসীম, মোঃ মুনিম, মোঃ রাফসান, মোঃ সাব্বির, মোঃ রাসেল ও মোঃ মনির প্রমূখ।
T.A.S / T.A.S