মনোহরগঞ্জে ভার্ক সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মনোহরগঞ্জে ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) উপজেলার মনোহরগঞ্জ শাখার উদ্যোগে ভার্ক সদস্যদের মাঝে গাউছিয়া মার্কেট অফিস কার্যালয় বন্যায় ক্ষতি গ্রস্ত ভার্ক গ্রুপ সদস্যের মাঝে(১৮৫) প্যাকেট ত্রাণ বিতরন করা হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি মিনিকেট চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ২কেজি আলু, ১ কেজি পেয়াজ,১ কেজি লবন,১ কেজি সুগন্ধী পোলার চাউল,১প্যাকেটবিস্কুট,৫টিএসএমসিওরালস্যালাইন,৬টিমোমবাতি,১টিগ্যাসলাইট।ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন ভার্কের প্রতিনিধি মমিনুলইসলাম উপ-পরিচালক(প্রকৌশলী)প্রধান কার্য্যালয় সাভার-ঢাকা, মো: আলহাজ মিয়া সহকারী পরিচালক,মাক্রোফিন্যাস লাকসাম এরিয়া, মো:ফরমান আলী এরিয়া ম্যানেজার আর্সেনিক মিটিগেশন প্রজেক্ট লট -২ মনোহরগঞ্জ, মো:জুয়েল রানা শাখা ব্যবস্থাপক মাক্রোফিন্যান্স মনোহরগঞ্জ শাখা, আরও উপস্থিত ছিলেন ভার্কের সহকারী কর্মীবৃন্দ।
T.A.S / T.A.S