ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

জুড়ীতে কলেজ শিক্ষকের উপর হামলা ৪ দিনেও গ্রেপ্তার হয় নি কেউ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৫-৯-২০২৪ বিকাল ৫:৩৯

মৌলভীবাজার জেলার জুড়ীতে নিজ কলেজে হামলার শিকার হয়েছেন শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন। ১ সেপ্টেম্বর (রবিবার) এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত শিক্ষক রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২ সেপ্টেম্বর জুড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরোও ১৫/২০ জনকে আসামী করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, কলেজের মীমাংসিত একটি বিষয় নিয়ে উশৃংখল কয়েকজন ছাত্র ঝামেলা বাঁধাতে চেয়েছিল। ঘটনার দিন দুপুর ২ টায় পেশাগত দায়িত্ব শেষ করে শিক্ষক রিয়াজ উদ্দিন কলেজ থেকে বেরিয়ে যেতে গেলে গেইট তালা দিয়ে কয়েকজন ছাত্র ও বহিরাগতদের দাঁড়িয়ে থাকতে দেখেন। এসময় গেইট খোলে দিতে বললে তাদের সাথে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে উশৃংখল ছাত্র ও বহিরাগতরা শিক্ষক রিয়াজ উদ্দিনের উপর হামলা করে। হট্টগোল শুনে কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা আহত শিক্ষককে উদ্ধার করে কলেজের ভিতরে নিয়ে যান। এর কিছুসময় পর আরেকদল বহিরাগত সন্ত্রাসী কলেজে হামলা ও অফিস কক্ষে ভাংচুর করে ও শিক্ষকদের উপর হামলার চেষ্টা চালায়।

হামলায় জড়িত এজাহারে নাম উল্লেখ থাকা আসামীরা হলেন, এহসানুল মাহবুব জয় (২০), ফারদিন রহমান সিয়াম (২১), সুজেল আহমদ (১৯), সুহরাব উদ্দিন শুভ (২০), আতিকুর রহমান (২০), সাইফুল ইসলাম (২১), মাহফুজুর রহমান (২০), শাহাদ আহমদ শাহী (১৯), আতিক হাসান (২০), জায়েদুল হোসেন (২০), সায়িফ হোসেন (২০), ময়নুল ইসলাম (২০), আমরোজ মিয়া (২০), আজহার ফায়েক জিলান (২১), আখদ্দছ আলী (৫০), জীবন আহমদ (২৫), ইমন আহমদ (৩০), বকুল মিয়া (২৫), আব্দুল খালিক (২৬), সুরমান আলী (২৫), আইনুল মিয়া (২৭), খন্দকার হুমায়ুন রশিদ সানি (৩০), মাহফুজুর রহমান (২৫) ও জুয়েল আহমদ (২৫)।

হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা কলেজের সম্মুখে লাগাতার আন্দোলন করছে। আসামীদের গ্রেফতারের দাবিতে আহত শিক্ষক রিয়াজ উদ্দিনের সাবেক কর্মস্থল সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসা ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টায় কলাবাড়ি বাজারে মানববন্ধন করেছে। একই দাবিতে মঙ্গলবার জুড়ী নিউ মার্কেটে বিকাল ৩ টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন সমাজ মানববন্ধন করেছে। ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কলেজ সম্মুখে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষার্থীরা। 

হামলার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না পর্যন্ত ২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন শাহ নিমাত্রা কলেজের সকল শিক্ষক। এছাড়া অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীও।

আসামীদের গ্রেপ্তারের বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। শীগ্রই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারব।

এমএসএম / এমএসএম

রাঙ্গাবালীতে কোস্টগার্ডের অভিযান ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

শিবচরে কৃষি প্রদর্শনী অনুষ্ঠিত: কৃষকদের মাঝে বীজ ও কীটনাশক বিতরণ

ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫-এর ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্বে চিকিৎসা সেবা ব্যাহত

শরীয়তপুরের উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

মাদারীপুরে ডাসারে গরু চুরির সময় ছুরিকাঘাতে যুবক আহত

রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাছে পেরেক মেরে বিজ্ঞাপন ঝুলানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার দাবিতে মেহেরপুরে এনসিপির গণমিছিল

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপ

শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে বারহাট্টার গাছিদের

মনপুরায় বেড়িবাঁধ নির্মাণে লবণ পানি ব্যবহার: বাড়ছে ভাঙনের আশঙ্কা