চিকিৎসা ব্যয় নিয়ে শঙ্কায় গুলিবিদ্ধ প্রতিবন্ধী রাসেলের পরিবার
বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফায় দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। আনন্দ মিছিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বের হয়ে আসেন রাস্তায়। এ সময় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রতিবন্ধী কর্মী গুলিবিদ্ধ হন শেরেবাংলা নগর থানার সামনে। মানসিক প্রতিবন্ধী মো. রাসেল ভালোভাবে কিছু বোঝেন না। আহত রাসেলকে তৎক্ষণাৎ শিক্ষার্থীরা নিয়ে যান নিটোরের জরুরি বিভাগে। সেখানে গুলি বের করানোর পর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তারা আবারো নিটোরে ফেরত পাঠালে সর্বশেষ জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে অপারেশন সম্পন্ন হয় রাসেলের।
চিকিৎসকরা জানান, রাসেলের মূত্রনালী ও রেকটামের কিছু অংশ ছিঁড়ে গেছে। প্রাথমিক অপারেশনের পর ক্ষতস্থান শুকালে তিন মাস পর ফের অপারেশন হবে তার। অপারেশনসহ হাসপাতালের যাবতীয় খরচ সরকারিভাবে বহন করা হলেও ওষুধ-পথ্যের খরচের ভার এসে পড়েছে মা মোছা. রত্না খাতুনের ওপর। ইতোমধ্যে ২৫ হাজার টাকা খরচ হয়ে গেছে তাদের।
রত্না খাতুন ও রফিকুল ইসলাম দম্পতির সন্তান মো. রাসেল। জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী রাসেলকে নিয়ে মা রত্না খাতুন শেরপুরের নালিতাবাডী থেকে ঢাকায় আসেন। রফিকুল ইসলামের সাথে নেই কোনো যোগাযোগ। সংসারের হাল ধরতে মামার সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজ উদদৌলা হলের ক্যান্টিনে ৫ হাজার টাকা বেতনে প্লেট ধোয়ার কাজ করতেন রাসেল।
৫ আগস্টের জনতার আনন্দ মিছিলে যোগ দিলে মিছিল শেরেবাংলা নগর থানার সামনে পৌঁছালে গোলাগুলির মাঝে পড়েন। গুলিটি রাসেলের কোমরের ডান পাশে লেগে আটকে যায়। তারপর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল নিয়ে দৌড়াদৌড়ি করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে খোঁজ পেয়ে সন্ধ্যায় হাসপাতালে এসে ছেলের এই অবস্থা দেখেন মা রত্না খাতুন।
বর্তমানে মা-এর সাথে জনতা হাউজিংয়ের একটি ভাড়া বাসায় আছেন মো. রাসেল ও তার মা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল মনিটরিং টিম সার্বক্ষণিক তার সহযোগিতা করছে এবং চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করেছে বলেও জানিয়েছেন রাসেলের মামা আবু মুসা। তবে এখনো অনেক টাকার ওষুধ কেনা লাগবে এবং আরেকটি অপারেশন করতে হবে বলে দুশ্চিন্তায় আছেন রাসেলের পরিবারের লোকজন।
T.A.S / এমএসএম
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা
মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না
৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা
জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর
ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ
জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ
সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল
অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা