ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মিং বিউটি পার্লারের মালিক শশী গংদের বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:২১

শরিফ খন্দকার বাবু একজন ব্যবসায়ী, তেরেজা বিউটি পার্লারের মালিক।২০১২ সালে মিরপুরের ১ নং সুপার মার্কেটে চুক্তি পত্রের মাধ্যমে ফ্লোর ভাড়া নিলেও কখনো দখলে নিতে পারেননি । বিগত স্বৈরশাসক আমলে স্থানীয় সরকারদলীয় নেতা ও তাদের পোষ্য সন্ত্রাসী বাহিনী দিয়ে ফ্লোর দখল করে রেখেছিল। ওই সময় গুনতে হয়েছিল মাসিক চাঁদা।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিজয়ের পরও থেমে নেই চক্রটি। তারা আবার নতুন রূপে, নতুন পরিচয়ে এবং নতুনভাবে এসেছে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার জন্য। তারই অংশ হিসাবে চক্রটি এশিয়ান টিভি সাংবাদিক পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করেছিল। নির্ধারিত টাকা দিতে না পারায় তার বিরুদ্ধে একটি অনলাইন দৈনিক ট্রাইব্যুনাল নামক পেজে একটি কলরেকর্ড ছাড়ে, যার কারণে 
ব্যবসায়ীর ব্যক্তিগত মান-সম্মান ও ব্যবসায়িক ক্ষতি হয়েছে মর্মে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মো. শরিফ খন্দকার বাবু, তেরেজা বিউটি পার্লারের মালিক। বর্তমানে আমার স্ত্রী পার্লার পরিচালনা করেন। আমি ২০১১ সাল থেকে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। ২০১৪ সালে সমিত ভবনের ষষ্ঠ তলা ক্রয় করি এবং তৃতীয় তলা ২০১৮ সাল থেকে ভাড়া নেই। মিং বিউটি পার্লারের তিনজন মালিক। এরমধ্যে একজন মালিক আব্দুর রউফ তার পুত্রবধূ শারমিন শশী আমাকে ফোন দিয়ে বিভিন্ন সময় ময়লার টাকা দাবি করেন, বিদ্যুৎ মিটারের ব্যাপারে অভিযোগ দেন, পানিসংক্রান্ত ব্যাপারে অযৌক্তিক কথা, বিভিন্ন অপবাদ দেয়া ও আমাকে অকথ্য ভাষায় কথা বলা এবং আমার নির্মাণকাজে বাধা সৃষ্টি করে থাকেন। বিষয়টি সমাধান বিল্ডিং মালিক করে থাকেন। এমতাবস্থায় আমি বিউটি পার্লারের একজন মালিক আব্দুর রউফ এবং তার স্ত্রীকে বিষয়টি জানাই। তাদের কোনো সহযোগিতা না পাওয়ার কারণে গত ২২ আগস্ট মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। সে সময় মালিকপক্ষের পুত্রবধূ শারমিন শশী আমার পেছনে থানায় যান এবং আমাকে হুমকি দেন।

তিনি আরো বলেন, কয়েক দিন পরে ২৮ আগস্ট বিকেল ৫টার দিকে এশিয়ান টিভি রিপোর্টার পরিচয়ে জনৈক সিরাজুল ইসলাম নামে এক সাংবাদিক আমাকে ফোন করেন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও ফুটেজ পাঠিয়ে আমাকে তার সঙ্গে দেখা করতে বলেন। আমি বিষয়টি জানতে চাইলে জনৈক সিরাজুল আমাকে তার অফিসে যেতে বলেন। আমি যেতে অসম্মতি জানাই এবং বলি আপনি আমার সাথে দেখা করেন। আমি তার সঙ্গে দেখা না করায় এবং তার অফিসে না যাওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া অডিও ক্লিপ ভিডিও বানিয়ে অনলাইনে ছেড়ে দেন এবং সেনাবাহিনীর অফিসারদের জানিয়েছেন বলে আমাকে হুমকি দেন। 

তিনি বলেনৈ, একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে কবির নামে অন্য একজন সাংবাদিককে আমার কাছে পাঠানো হয়। সাংবাদিক কবির আমাকে বলেন, এক লাখ টাকা না দিলে এশিয়ান টিভিতে সাংবাদিক সিরাজুল আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন। আমি টাকা দিতে অসম্মতি জানালে ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেয়া হয়। ভিডিওটিতে দেখা যায়, মিং বিউটি পার্লারের মালিক আব্দুর রউফের পুত্রবধূ শারমিন শশী আমার বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকার উদ্দেশ্যে কথা বলেন এবং সংবাদ আকারে ডেইলি ট্রাইবুনাল নামীয় একটি পেজে ভিডিওটি প্রকাশ করেন।

আমি এশিয়ান টিভির সাংবাদিক দাবি করা জনৈক সিরাজুল ইসলাম ও হুমায়ুন কবির এবং শারমিন শশী গংদের আমার বিরুদ্ধে করা মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ উপস্থাপনের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এবং বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। মিং বিউটি পার্লারের মালিক আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এবং শাহ আলীবাগ আওয়ামী লীগ নেতা হাজী সামসুল আলমের সহযোগী। তারা সবা্ই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, হোসেন মিয়া, মাসুদ মিয়া, লেবু মিয়া, বাবু মিয়া, জাহাঙ্গীর আলম, পারভেজ, আব্দুল আলিম, ওয়াহিদ, আলম ও কামরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান সুজন, শামীম রিয়া মাহিন ইসলাম, শিশির আহমেদ, নাহিদুল ইসলাম জীবন, তাহমিদ আনাফ, শাহরিয়ার রাফি, অভি, শফি প্রমুখ।

এমএসএম / এমএসএম

এসেনসিয়াল ড্রাগসের এমডির আত্মীয়দের বদলি বাণিজ্য

ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত

উদ্যোমী নারীদের সম্মাননা জানাল ‘উইমেন’স ফাউন্ডেশন’

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথচারীদের পাশে ইফতার নিয়ে হাজির আজমল হুদা মিঠু

আন্তর্জাতিক নারী দিবসে ৮ জন নারী উদ্যোক্তা পেলেন সাহসিকা সম্মাননা

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিআরটি’র ফ্যাসিস্ট আওয়ামীর দোসর এডি আলী আহসান বহাল তবিয়তে

ধর্ষণও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে

ছুরিকাঘাতে রাজধানীতে যুবক নিহত

আলোচনা সমালোচনার শেষ নেই আওয়ামী লীগ নেত্রী তাহমিনার

হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন