ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আন্দোলনের চূড়ান্ত বিজয় এখনো আসেনি : চবিতে হাসনাত আবদুল্লাহ


রেফায়েত উল্যাহ রুপক, চবি photo রেফায়েত উল্যাহ রুপক, চবি
প্রকাশিত: ৮-৯-২০২৪ বিকাল ৫:৫৭

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রবিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের হাজারো শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া রাসেল আহমেদ, খান তালাত মাহমুদ রাফিসহ চবির অন্য সমন্বয়করাও উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আমি কখনো ভাবিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি আসতে পারব। শত শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা মুক্ত আকাশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক করবে আগামীর বিশ্ববিদ্যালয় কেমন হবে। রাষ্ট্র সংস্কারকাজে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সুন্দর করতে সাজাতে পারি, তাহলে তার ধারাবাহিকতায় পুরো বাংলাদেশকে সাজাতে পারব। যদি কোনো রাজনৈতিক দল ক্যাম্পাসে প্রবেশ করে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিহিত করব।
 
মতবিনিময় সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, যখন বিভাজনের সময় আসে তখন আমরা এক হয়ে যাই। যেমন ’৪৭-এর দেশভাগের সময়, ’৯০-এর অভ্যুত্থানে, ’২৪-এর গণঅভ্যুত্থানে আমরা এক হয়ে গিয়েছিলাম। এ সময় আমরা কাউকে জিজ্ঞাসা করিনি কে সরকারি চাকরি করে, কে করে না, কে বিসিএস ক্যাডার- কে ক্যাডার নয়। এভাবে পৃথিবীর সবকিছুতেই ভাঙার সময় এক হয়ে যাই। কিন্তু যখন গঠনের সময় আসে তখন বিভাজন হয়ে যাই। ’২৪-এর গণঅভ্যুত্থানে ৫ আগস্টের আগে আমাদের মাঝে কোনো ধরনের বিভেদ ছিল না। যখন রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রশ্ন এসেছে, তখনই বিভাজন তৈরি হয়েছে। যেমন হয়েছিল ’৪৭-এর পর মাত্র ৫ বছরের ব্যবধানে। ঠিক তেমনি ’৭১ সালেও।

সভায় শিক্ষার্থীরা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় সংস্কার প্রসঙ্গে সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহসহ অন্যদের অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এমএসএম / জামান

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা

মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর

ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা

ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার

প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান