শহীদ তরুয়া ও ফরহাদের নামে চবিতে হল ও ভবনের নামকরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবনকে শহীদ ফরহাদ হোসেন এবং বঙ্গবন্ধু হলের নাম শহীদ হৃদয় তরুয়ার নামে নামকরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নতুন কলা অনুষদ ভবনের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে এতে অংশ নেন। পরে নতুন কলা অনুষদ ভবনের সামনে শহীদ ফরহাদের নামে ব্যানার লাগানো হয়৷ এরপর বঙ্গবন্ধু হলের গেটে শহীদ হৃদয় তরুয়ার নামে ব্যানার টাঙান তারা।
শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। আন্দোলন করতে গিয়ে ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থী তরুয়া ও ফরহাদ শাহাদাতবরণ করেছে। তাদের স্মৃতি রক্ষার্থে দুটি স্থাপনার নামকরণ করা হলো, যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার না হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন বলেন, আন্দোলনে শহীদদের প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। আন্দোলনের বিপক্ষে গিয়ে কোনোকিছু চাপিয়ে দেয়া হলে আমরা আবার আন্দোলনে নামব। দেশে বঙ্গবন্ধুর নামে অনেক স্থাপনা ভাস্কর্য আছে। তাই বঙ্গবন্ধু হলের নামটি হৃদয় তরুয়ার নামে নামকরণ করা হলো।
আরেক শিক্ষার্থী আহসান হাবিব বলেন, আমরা ইতিহাস বিভাগের পক্ষ থেকে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের দুই শহীদের নামে নামকরণ করলাম। আমাদের দাবি, এটা যেন প্রশাসন থেকে স্থায়ী করা হয়৷ সেই সাথে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান, তাদের পরিবারের যোগ্যদের চাকরির ব্যবস্থা এবং শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে।
শহীদ তরুয়ার বন্ধু কবির হাসান শুভ বলেন, আমার বন্ধু শহীদ তরুয়াকে নিয়েও অপরাজনীতি করা হয়েছে। যারা শহীদদের রক্ত নিয়ে খেলা করেছে, তাদের বিচার এই মাটিতে করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চবির অন্যতম সমন্বয়ক ওবায়দুল্লাহ মোহাম্মদ আলী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে অফিসিয়ালি এই দাবিগুলো প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। ইতিহাস বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ভবন দুটির নামকরণ করে আমাদের কাজে সহযোগিতা ও সহজ করে দিয়েছে।
T.A.S / জামান

জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
