১৬ বছর পর পরিবর্তন হলো শেকৃবির প্রতিষ্ঠা বার্ষিকী
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দীর্ঘ ১৬ বছর পর ১৫ জুলাইয়ের পরিবর্তে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ ১১ সেপ্টেম্বরে।
দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে র্যালি শুরু করে কৃষি অনুষদের চতুর্দিকে ঘুরে পূর্বের স্থানে এসে শেষ হয় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ আলোচনা সভায় বলেন, তৎকালীন প্রশাসনকে বারবার বলা হয়েছিল সংসদে পাসকৃত আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় দিবস ১১ সেপ্টেম্বর হওয়া উচিৎ। কিন্তু তারা বলেছিলেন, যখন যেভাবে হয় হবে, আমরা এখন থেকে ১৫ জুলাই পালন করবো। খুব অল্প সময়ের মধ্যেই সকলের সহযোগিতায় আমরা ১১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষীকি পালন করতে পেরেছি। আগামী বছর আমরা ব্যাপকভাবে আয়োজন করার চেষ্টা করবো।
হর্টিকালকালচার বিভাগের অধ্যাপক জসিমউদদীন বলেন, ছাত্র অবস্থায় আমরা দেখেছি গত ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত শেকৃবির প্রতিষ্ঠাবার্ষিকী ১১ সেপ্টেম্বর পালন করা হতো। কিন্তু ২০০৮ সাল থেকে অদ্যাবধি শেকৃবিতে আওয়ামী প্রশাসন ১৫ জুলাই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন যা আইনত অবৈধ। শুধুমাত্র প্রফেসর সাদত উল্লাহ স্যার কে প্রথম ভিসি হিসেবে দেখানোর জন্য তখন কার প্রশাসন মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। শেখ হাসিনা সরকারের শেষ কর্মদিবসে প্রজ্ঞাপন জারি করেছিলেন যার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এরই প্রেক্ষিতে তখন সকল শিক্ষার্থী , শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যৌথ আন্দোলনের অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর ২০০১ সালে বিশ্ববিদ্যালয় এর সেকেন্ড গেইট এর রাস্তা বন্ধ করে দিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। পুলিশের নির্যাতনে কিছু শিক্ষার্থী আহত হলে পরে আন্দোলনের তীব্রতা দেখা দেয় ফলে তত্ত্বাবধায়ক সরকার ১১ সেপ্টেম্বর ২০০১ সালে প্রজ্ঞাপন জারির মাধ্যমে পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় এর কার্যক্রম পূণরায় চালু করতে বাধ্য হন।
কয়েকজন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে জানায়, সত্য কখনো চাপা থাকেনা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৫ বছর হয়ে গেল কিন্তু একবারও কোনভাবে কানে আসেনি ১১ সেপ্টেম্বরের কথা। ভূল থেকে বের হয়ে এসে সত্য প্রতিষ্ঠায় এক ধরনের আনন্দ রয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক এই প্রত্যাশা থাকবে।
T.A.S / T.A.S
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল