ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ইউএসএ মাইনর লীগে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা সাইফুদ্দিন


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৬-৯-২০২৪ বিকাল ৫:৪৮

আমেরিকার মাইনর লিগে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার। তার দল আটলান্টা ফায়ার জিতেছে চার রানের ব্যবধানে।
ম্যাচের শেষ বলে বিপক্ষ দলের দরকার চার রান, বল হাতে বাংলাদেশি বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাটার জুনায়েদ সিদ্দিকী বড় শট খেলতে প্রস্তুতি নিলেও সাইফ উদ্দিনের ইয়র্কারে ভেঙে যায় তার স্টাম্প।

বল হাতে এ দিন দ্যুতি ছড়ান সাইফউদ্দিন। শিকার করেন একে একে ৪ উইকেট। তাও মাত্র তিন ওভার বোলিং করে। সাইফউদ্দিন প্রথম আঘাতটা আনেন ইনিংসের চতুর্থ ওভারে। তার বলে সজোরে ব্যাট চালান সাগর প্যাটেল।

কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি ঠিকঠাক। ব্যাটে লেগে বল মাটিতে পরার আগেই তা তালুবন্দি করেন সাউফউদ্দিন নিজেই। দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে আউট করেন আটলান্টা লাইটনিং এর ওপেনারকে।
দীর্ঘ বিরতি দিয়ে এই বোলার আবার বল হাতে আসেন ইনিংসের শেষ ওভারে। লাইটনিং এর দরকার তখন ছয় বলে ১০ রান। ম্যাচের গুরুত্বপুর্ণ সময়ে এসেই প্রথম বলে শিকার করেন আমেরিকার ব্যাটার উন্মুখ চাঁদকে। ফুলটস বলে বড় শট খেলতে গিয়ে হন ক্যাচ আউট।

সাউফউদ্দিন দ্বিতীয় বল করেন ইয়র্কার। সেই বলে ব্যাটার আদায় করে নেন একটি সিঙ্গেল। ওভারের তৃতীয় বলে আবারো পান উইকেটের দেখা। স্লোয়ার বাউন্স খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে আউট হন অলরাউন্ডার সানি প্যাটেল। ম্যাচে মোট তিন এভার বোলিং করেন সাউফউদ্দিন। প্রথম ওভারে ৪ রান হজম করলেও পাননি কোন উইকেটের দেখা। নিজের দ্বিতীয় ওভারে এক উইকেট নিলেও নিজের ৩য় ওভারে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। মোট তিন ওভার বল করে মাত্র ১৩ রান খরচা করেন তিনি।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাইফউদ্দিনের দল আটলান্টা ফায়ার। ২০ ওভারে তারা সংগ্রহ করে আট উইকেট হারিয়ে ১৩৭ রান। ব্যাট হাতে সাইফউদ্দিন করেন ৫ বলে ৬ রান। যদিও রান আউটের শিকার হন তিনি।

এমএসএম / এমএসএম

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি