ইউএসএ মাইনর লীগে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা সাইফুদ্দিন

আমেরিকার মাইনর লিগে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার। তার দল আটলান্টা ফায়ার জিতেছে চার রানের ব্যবধানে।
ম্যাচের শেষ বলে বিপক্ষ দলের দরকার চার রান, বল হাতে বাংলাদেশি বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাটার জুনায়েদ সিদ্দিকী বড় শট খেলতে প্রস্তুতি নিলেও সাইফ উদ্দিনের ইয়র্কারে ভেঙে যায় তার স্টাম্প।
বল হাতে এ দিন দ্যুতি ছড়ান সাইফউদ্দিন। শিকার করেন একে একে ৪ উইকেট। তাও মাত্র তিন ওভার বোলিং করে। সাইফউদ্দিন প্রথম আঘাতটা আনেন ইনিংসের চতুর্থ ওভারে। তার বলে সজোরে ব্যাট চালান সাগর প্যাটেল।
কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি ঠিকঠাক। ব্যাটে লেগে বল মাটিতে পরার আগেই তা তালুবন্দি করেন সাউফউদ্দিন নিজেই। দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে আউট করেন আটলান্টা লাইটনিং এর ওপেনারকে।
দীর্ঘ বিরতি দিয়ে এই বোলার আবার বল হাতে আসেন ইনিংসের শেষ ওভারে। লাইটনিং এর দরকার তখন ছয় বলে ১০ রান। ম্যাচের গুরুত্বপুর্ণ সময়ে এসেই প্রথম বলে শিকার করেন আমেরিকার ব্যাটার উন্মুখ চাঁদকে। ফুলটস বলে বড় শট খেলতে গিয়ে হন ক্যাচ আউট।
সাউফউদ্দিন দ্বিতীয় বল করেন ইয়র্কার। সেই বলে ব্যাটার আদায় করে নেন একটি সিঙ্গেল। ওভারের তৃতীয় বলে আবারো পান উইকেটের দেখা। স্লোয়ার বাউন্স খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে আউট হন অলরাউন্ডার সানি প্যাটেল। ম্যাচে মোট তিন এভার বোলিং করেন সাউফউদ্দিন। প্রথম ওভারে ৪ রান হজম করলেও পাননি কোন উইকেটের দেখা। নিজের দ্বিতীয় ওভারে এক উইকেট নিলেও নিজের ৩য় ওভারে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। মোট তিন ওভার বল করে মাত্র ১৩ রান খরচা করেন তিনি।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাইফউদ্দিনের দল আটলান্টা ফায়ার। ২০ ওভারে তারা সংগ্রহ করে আট উইকেট হারিয়ে ১৩৭ রান। ব্যাট হাতে সাইফউদ্দিন করেন ৫ বলে ৬ রান। যদিও রান আউটের শিকার হন তিনি।
এমএসএম / এমএসএম

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড
