ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ইউএসএ মাইনর লীগে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা সাইফুদ্দিন


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৬-৯-২০২৪ বিকাল ৫:৪৮

আমেরিকার মাইনর লিগে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার। তার দল আটলান্টা ফায়ার জিতেছে চার রানের ব্যবধানে।
ম্যাচের শেষ বলে বিপক্ষ দলের দরকার চার রান, বল হাতে বাংলাদেশি বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাটার জুনায়েদ সিদ্দিকী বড় শট খেলতে প্রস্তুতি নিলেও সাইফ উদ্দিনের ইয়র্কারে ভেঙে যায় তার স্টাম্প।

বল হাতে এ দিন দ্যুতি ছড়ান সাইফউদ্দিন। শিকার করেন একে একে ৪ উইকেট। তাও মাত্র তিন ওভার বোলিং করে। সাইফউদ্দিন প্রথম আঘাতটা আনেন ইনিংসের চতুর্থ ওভারে। তার বলে সজোরে ব্যাট চালান সাগর প্যাটেল।

কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি ঠিকঠাক। ব্যাটে লেগে বল মাটিতে পরার আগেই তা তালুবন্দি করেন সাউফউদ্দিন নিজেই। দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে আউট করেন আটলান্টা লাইটনিং এর ওপেনারকে।
দীর্ঘ বিরতি দিয়ে এই বোলার আবার বল হাতে আসেন ইনিংসের শেষ ওভারে। লাইটনিং এর দরকার তখন ছয় বলে ১০ রান। ম্যাচের গুরুত্বপুর্ণ সময়ে এসেই প্রথম বলে শিকার করেন আমেরিকার ব্যাটার উন্মুখ চাঁদকে। ফুলটস বলে বড় শট খেলতে গিয়ে হন ক্যাচ আউট।

সাউফউদ্দিন দ্বিতীয় বল করেন ইয়র্কার। সেই বলে ব্যাটার আদায় করে নেন একটি সিঙ্গেল। ওভারের তৃতীয় বলে আবারো পান উইকেটের দেখা। স্লোয়ার বাউন্স খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে আউট হন অলরাউন্ডার সানি প্যাটেল। ম্যাচে মোট তিন এভার বোলিং করেন সাউফউদ্দিন। প্রথম ওভারে ৪ রান হজম করলেও পাননি কোন উইকেটের দেখা। নিজের দ্বিতীয় ওভারে এক উইকেট নিলেও নিজের ৩য় ওভারে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। মোট তিন ওভার বল করে মাত্র ১৩ রান খরচা করেন তিনি।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাইফউদ্দিনের দল আটলান্টা ফায়ার। ২০ ওভারে তারা সংগ্রহ করে আট উইকেট হারিয়ে ১৩৭ রান। ব্যাট হাতে সাইফউদ্দিন করেন ৫ বলে ৬ রান। যদিও রান আউটের শিকার হন তিনি।

এমএসএম / এমএসএম

৩৭ ফাউলের ম্যাচে ২ লাল কার্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা

এস্তোনিয়াকে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালি

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পেকে হারাল ফ্রান্স

আর্জেন্টিনার ম্যাচের মাঝেই মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

অনারম্বর আনুষ্ঠানিকতায় ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

হামজাকে অধিনায়ক ও দলে মনোবিদ নিয়োগের পরামর্শ আমিনুলের

যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের

ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক