ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে জুড়ী সীমান্তে অভিযান


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৬-৯-২০২৪ রাত ১০:৮

মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী জুড়ী উপজেলার ফুলতলা এবং বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়ম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবি। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান শুরু হয়।

জাহাঙ্গীর কবির নানক জুড়ী সীমান্তে অবস্থান করছেন- এমন খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার এইচকে জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান পরিচালনা করে। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগের পে৫্রসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারতে যেতে অবস্থান করছেন বলে খবর আসে। পরে পুলিশ ও বিজিবি ফুলতলা সীমান্তের আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান লিজন, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন চক্রবর্তী ও  প্রবাসী আওয়ামী লীগ নেতা রহমমত আলীর বাড়ি  ঘিরে রাখে। এ সময় পুলিশ ও বিজিবি তাদের বাড়িতে তল্লাশি চালায়‌। এসব নেতার বাড়িসহ সীমান্ত এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়।

সীমান্ত দিয়ে আওয়ামী লীগ নেতা নানকের ভারতে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সীমান্ত এলাকায় ভিড় করেন। এছাড়াও বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল, কুমারশাইল, পাল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পরলে সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়।  তবে এ ব্যাপারে সীমান্ত এলাকার বাসিন্দারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, অসমর্থিত সূত্র থেকে তিনিও এ ধরনের খবর পাচ্ছেন। বিভিন্ন ব্যক্তি ও সংস্থা তার কাছেও জানতে চাচ্ছে। তিনি তার অবস্থান থেকে খোঁজখবর নিচ্ছেন। তবে তিনি মনে করেন, সীমান্ত এলাকায় বিজিবির চিরুনি অভিযান চালানো উচিত।

ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু বলেন, জাহাঙ্গীর কবির নানক ফুলতলা সীমান্তে অবস্থান করছেন, এমন খবরে পুলিশ ও বিজিবি বেশ কয়েকটি বাড়িসহ সীমান্তে অভিযান চালিয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান জানান, ফুলতলা সীমান্তে জাহাঙ্গীর কবির নানক আছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, এ ধরনের একটি খবর বিজিবির কাছেও রয়েছে। তবে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। বিষয়টি জানার পরই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

এমএসএম / জামান

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা