ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

শরীরের অক্সিজেনের পরিমাপ জানাবে স্মার্ট ব্যান্ড


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১১:৩৯

অত্যাধুনিক ফিচার ও শক্তিশালী ব্যাটারিতে এলো অনারের নতুন স্মার্টব্যান্ড। মডেল অনার ব্যান্ড ৬। এর বিশেষ ফিচার হচ্ছে এটি শরীরের অক্সিজেনের পরিমাপ জানাবে। এছাড়াও এতে ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটরিং, ১০ টি ওয়ার্ক আউট মোড এবং ১৪ দিনের ব্যাটারি লাইফ রয়েছে। ব্যান্ডটিতে দেয়া হয়েছে অ্যামোলিড ডিসপ্লে।

ডিভাইসটিতে থাকছে ১.৪৭ ইঞ্চির কালার অ্যামোলিড ডিসপ্লে। সঙ্গে একটি ২.৫ কার্ভ গ্লাসের সুরক্ষার ব্যবস্থা থাকছে।

২৪ ঘণ্টা হার্ট রেট মনিটরের জন্য থাকছে একটি ট্রুসি ৪.০ প্রযুক্তি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার অ্যালগরিদম ব্যবহার করে রাখা হয়েছে এসপিজিরো২ মনিটরিং এর ব্যবস্থা।

প্রীতি / জামান