ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

এসপিসির সঙ্গে চুক্তি বাতিল করলেন মাশরাফি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১১:৪১

কথার সঙ্গে কাজের মিল না থাকায় এসপিসির সঙ্গে চুক্তির মাত্র ২ মাসের মধ্যে সেটা বাতিল করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় সাংসদ মাশরাফি বিন মর্তুজা। সেই সঙ্গে উকিল নোটিশও পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

জাতীয় দল থেকে অবসর না নিলেও এক অনিয়মিত হয়ে গেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামে খ্যাত মাশরাফি। যতটা সম্ভব ঘরোয়া ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন তিনি। আর অন্যদিকে রাজনীতি চলছে পুরাদমে। আর মাশরাশির ফেস ভেল্যু নিয়ে তো কোনো প্রশ্নই উঠছে না। তার সঙ্গে বিজ্ঞাপন করার জন্য দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো মুখিয়ে থাকে।

সম্প্রতি একটি কোম্পানির শুভেচ্ছা দূত হন মশরাফি। কিন্তু যে প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়েছেন তিনি, পরে মাশরাফি জানতে পারেন সেই প্রতিষ্ঠানের কার্যক্রম ভিন্ন। তাকে প্রথমে যা বলা হয়েছিল, তেমন কার্যক্রম সেই প্রতিষ্ঠানটি পরিচালনা করে না।

যার ফলে, মাশরাফি সিদ্ধান্ত নিয়েছেন শুভেচ্ছা দূত হিসেবে সেই প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি ফেসবুকে পোস্ট করা একটি বার্তার মাধ্যমে সবাইকে সেই প্রতিষ্ঠান সম্পর্কে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফেরিফাইড পেজে তিনি জানান, ‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।’

প্রীতি / সাদিক পলাশ

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত