নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে নগদ অর্থ উপহার

নোয়াখালী কবিরহাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে নগদ অর্থ উপহার প্রদান উপলক্ষে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কবিরহাট উপজেলা শাখার আয়োজনে এ নগদ অর্থ প্রদান উপহার ও শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কবিরহাট কেজি স্কুল হল রুমে উক্ত শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কবিরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা উপদেষ্টা ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি এ্যাড. জহিরুল ইসলাম, কবিরহাট উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাহবুবুর রহমান, মো. ইয়াছিন, আবু মুজাহিদ প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আবু নাইম, আবুল বাশার মিয়াজি, আব্দুল্লাহ, নুর আহমদ, নুর মোহাম্মদ, ওয়ালি উল্লাহ, শরিয়ত উল্লাহ, আশ্রাফুল ইসলাম, আবুল হাসনাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলতে পারছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে আমরা শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাবো এবং শ্রমিকদের পাশে থেকে তাদের মানোন্নয়নে কাজ করব। ভবিষ্যতে আমরা সকলে এক হয়ে মিলেমিশে সুন্দর এবং আধুনিক কবিরহাট উপজেলা ও একটা আধুনিক বাংলাদেশ গড়বো। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান উপহার বিতরণ করা হয়।
উল্লেখ্য এ বন্যায় কবিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পুরো উপজেলা ব্যাপী প্রায় ৮৫টি আশ্রয় কেন্দ্রে ৮ হাজার মানুষকে রান্না করা খাওয়ার বিতরণ, ৫ হাজার পরিবারের মাঝে শুকনা খাবার ও চাল ডালের পেকেট বিতরণ, জরুরী মেডিকেল টিম গঠন করে আশ্রয় কেন্দ্র সমূহে প্রায় ১৫শ মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও চলমান রয়েছে তাদের ত্রান বিতরণ, জরুরী চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম।
T.A.S / T.A.S

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ
