নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে নগদ অর্থ উপহার
নোয়াখালী কবিরহাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে নগদ অর্থ উপহার প্রদান উপলক্ষে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কবিরহাট উপজেলা শাখার আয়োজনে এ নগদ অর্থ প্রদান উপহার ও শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কবিরহাট কেজি স্কুল হল রুমে উক্ত শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কবিরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা উপদেষ্টা ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি এ্যাড. জহিরুল ইসলাম, কবিরহাট উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাহবুবুর রহমান, মো. ইয়াছিন, আবু মুজাহিদ প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আবু নাইম, আবুল বাশার মিয়াজি, আব্দুল্লাহ, নুর আহমদ, নুর মোহাম্মদ, ওয়ালি উল্লাহ, শরিয়ত উল্লাহ, আশ্রাফুল ইসলাম, আবুল হাসনাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলতে পারছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে আমরা শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাবো এবং শ্রমিকদের পাশে থেকে তাদের মানোন্নয়নে কাজ করব। ভবিষ্যতে আমরা সকলে এক হয়ে মিলেমিশে সুন্দর এবং আধুনিক কবিরহাট উপজেলা ও একটা আধুনিক বাংলাদেশ গড়বো। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান উপহার বিতরণ করা হয়।
উল্লেখ্য এ বন্যায় কবিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পুরো উপজেলা ব্যাপী প্রায় ৮৫টি আশ্রয় কেন্দ্রে ৮ হাজার মানুষকে রান্না করা খাওয়ার বিতরণ, ৫ হাজার পরিবারের মাঝে শুকনা খাবার ও চাল ডালের পেকেট বিতরণ, জরুরী মেডিকেল টিম গঠন করে আশ্রয় কেন্দ্র সমূহে প্রায় ১৫শ মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও চলমান রয়েছে তাদের ত্রান বিতরণ, জরুরী চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম।
T.A.S / T.A.S
মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট
জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার