ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ১:৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি পবিপ্রর নবম ভিসি হিসেবে এ নিয়োগ পেলেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি তাকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন।

পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. রফিক ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম কাজী আবদুল খালেক এবং মাতার নাম কাজী রাবেয়া বেগম। বরিশাল সদরের বিআইপি রোডে জন্মগ্রহণ করেন তিনি। 

তিনি ১৯৮৮ সালে বরিশাল ব্যাপ্টিষ্ট মিশন স্কুল থেকে এসএসসি, ১৯৯০ সালে বরিশাল সরকারি বিএম কলেজ থেকে এইচএসসি, ১৯৯৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজি বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক রফিক জাপানের বিখ্যাত কাগওয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১২ সালে গ্যাস্ট্রো এন্ট্রোলজি এবং নিউরোলজি বিষয়ে এবং ২০১৪ সালে ফার্মাকোলজি বিষয়ের ওপর পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 

প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ২০০২ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালের ২২ সেপ্টেম্বর সহকারী অধ্যাপক, ২০১১ সালের ২৪ মার্চ সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালের ৭ জুলাই অধ্যাপক পদে পদোন্নতি পান।

তার শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক  গবেষণা প্রকাশিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলেন। আন্দোলনেও যোগদান করতে দেখা গিয়েছিল তাকে।

বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি, জাপানি, আরবি ও জার্মান ভাষায় পারদর্শিতা রয়েছে ড. কাজী রফিকুল ইসলামের।

তিনি ১৯৯৯ সালে আউটস্ট্যান্ডিং রেজাল্টের জন্য বাকৃবি থেকে চ্যান্সেলর গোল্ড মেডেল, ২০০৮ সালে জাপানের ২য় কাগওয়া বিশ্ববিদ্যালয় চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বেস্ট সায়েন্টিফিক পোস্টার অ্যাওয়ার্ডসহ শতাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমি নিয়োগপত্র হাতে পেয়েছি। দ্রুতই যোগদান করব।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি ও কোষাধ্যক্ষ। ফলে একাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দফতর স্থবির হয়ে পড়ায় ভিসি নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

T.A.S / জামান

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’