ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রংতুলির শেষ আঁচড়ে ব্যস্ত লাকসামের ৩৫ পূজামণ্ডপ


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ২:৩৩

মহালয়ার মাধ্যমে জগৎ জননী মহামায়া দেবী দুর্গা জানিয়ে দেয় আগমনী বার্তা। ঢাকের বাজনায় হৃদয়ের মাঝে মৃদুস্বরে বেজে ওঠে অফুরন্ত আনন্দ। পূজার আর মাত্র কয়েকটা প্রহরের অপেক্ষা। শরৎকালের শারদীয় দুর্গাপূজাই বাঙালি সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। কুমিল্লার লাকসাম উপজেলায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে খুশির আমেজ। 

পরিবারের জন্য অনেকেই শেষ করেছেন পূজার নিত্যনতুন কেনা-কাটা। শিশু-কিশোরদের মাঝে চলছে সবচেয়ে বেশি খুশির আমেজ। লাকসাম উপজেলায় এবার ৩৫টি পূজামণ্ডপে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে তুলির শেষ আঁচড় তুলতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন পূজামণ্ডপে আলোকসজ্জাসহ প্যান্ডেলের সাজ-সজ্জার কাজও শুরু হয়ে গেছে। বিভিন্ন পূজামণ্ডপে স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মৃৎশিল্পীরা রাত-দিন প্রতিমা তৈরি করে এখন তুলির শেষ আঁচড় তুলতে ব্যস্ত।

পঞ্জিকামতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গা উৎসব আগামী ৮ অক্টোম্বর ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হবে। ৫ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে লাকসামের পূজামণ্ডপগুলোতে চলছে দুর্গা উৎসবের ব্যাপক প্রস্তুতি। এ বছর দেবীদুর্গার পালকিতে চড়ে আগমন এবং ঘোড়ায় চড়ে গমনের মধ্যদিয়ে শেষ হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৩৫টি পূজামণ্ডপের মধ্যে পৌর শহরে ১৭টি এবং ইউনিয়নে ১৬টিতে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পৌর শহরে মুক্তকেশী কালীবাড়ী, জগন্নাথবাড়ী, সাহাপাড়া, বিশ্বম্বর মন্দির, রেলওয়ে কলোনে, ধামৈচা, পশ্চিমগাঁও, পূর্ব লাকসাম, নিদুবন, কালীবাড়ী, রাজশ্বরী, মা দুর্গা, বনিক্যবাড়ী, সূর্যসংঘ, আনন্দ সংঘ, স্বস্তিকা, মিশ্রি এবং ইউনিয়নগুলোতে রয়েছে উত্তর গাজীপুর শীলবাড়ী, গাজীপুর, কৈত্রা, দেবীপুর, মালি বাউরতলা, উদইর, দূপচর, জয়শ্রী, গাজীপুর, কোঁয়ার, গৌরনিতাই সেবাশ্রম, গণেশ ঠাকুর, চাঁনগাঁও, কেমতলী ও চুনাতিতে দুর্গা উৎসব পালনের জন্য প্রত্যেকটি মণ্ডপে পূজা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দুর্গাপূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সেজন্য সর্বস্তরের ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে।

লাকসাম উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু দৈনিক সকালের সময়কে জানান, এ বছর জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। এরই মধ্যে সকল আয়োজন সম্পন্নের পথে। এছাড়াও শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে উপজেলা ও পুলিশ প্রসাশন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সুচারুভাবে দুর্গাপূজার নিরাপত্তার প্রস্তুতি নিয়েছেন। 

এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. শাহবুদ্দিন জানান, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। সকল পূজামণ্ডপে যাতে শান্তিপূর্নভাবে পূজা অনুষ্ঠিত হয়, সেদিকে আমাদের নজরদারি থাকবে। 

এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন