ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

রংতুলির শেষ আঁচড়ে ব্যস্ত লাকসামের ৩৫ পূজামণ্ডপ


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ২:৩৩

মহালয়ার মাধ্যমে জগৎ জননী মহামায়া দেবী দুর্গা জানিয়ে দেয় আগমনী বার্তা। ঢাকের বাজনায় হৃদয়ের মাঝে মৃদুস্বরে বেজে ওঠে অফুরন্ত আনন্দ। পূজার আর মাত্র কয়েকটা প্রহরের অপেক্ষা। শরৎকালের শারদীয় দুর্গাপূজাই বাঙালি সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। কুমিল্লার লাকসাম উপজেলায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে খুশির আমেজ। 

পরিবারের জন্য অনেকেই শেষ করেছেন পূজার নিত্যনতুন কেনা-কাটা। শিশু-কিশোরদের মাঝে চলছে সবচেয়ে বেশি খুশির আমেজ। লাকসাম উপজেলায় এবার ৩৫টি পূজামণ্ডপে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে তুলির শেষ আঁচড় তুলতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন পূজামণ্ডপে আলোকসজ্জাসহ প্যান্ডেলের সাজ-সজ্জার কাজও শুরু হয়ে গেছে। বিভিন্ন পূজামণ্ডপে স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মৃৎশিল্পীরা রাত-দিন প্রতিমা তৈরি করে এখন তুলির শেষ আঁচড় তুলতে ব্যস্ত।

পঞ্জিকামতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গা উৎসব আগামী ৮ অক্টোম্বর ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হবে। ৫ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে লাকসামের পূজামণ্ডপগুলোতে চলছে দুর্গা উৎসবের ব্যাপক প্রস্তুতি। এ বছর দেবীদুর্গার পালকিতে চড়ে আগমন এবং ঘোড়ায় চড়ে গমনের মধ্যদিয়ে শেষ হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৩৫টি পূজামণ্ডপের মধ্যে পৌর শহরে ১৭টি এবং ইউনিয়নে ১৬টিতে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পৌর শহরে মুক্তকেশী কালীবাড়ী, জগন্নাথবাড়ী, সাহাপাড়া, বিশ্বম্বর মন্দির, রেলওয়ে কলোনে, ধামৈচা, পশ্চিমগাঁও, পূর্ব লাকসাম, নিদুবন, কালীবাড়ী, রাজশ্বরী, মা দুর্গা, বনিক্যবাড়ী, সূর্যসংঘ, আনন্দ সংঘ, স্বস্তিকা, মিশ্রি এবং ইউনিয়নগুলোতে রয়েছে উত্তর গাজীপুর শীলবাড়ী, গাজীপুর, কৈত্রা, দেবীপুর, মালি বাউরতলা, উদইর, দূপচর, জয়শ্রী, গাজীপুর, কোঁয়ার, গৌরনিতাই সেবাশ্রম, গণেশ ঠাকুর, চাঁনগাঁও, কেমতলী ও চুনাতিতে দুর্গা উৎসব পালনের জন্য প্রত্যেকটি মণ্ডপে পূজা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দুর্গাপূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সেজন্য সর্বস্তরের ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে।

লাকসাম উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু দৈনিক সকালের সময়কে জানান, এ বছর জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। এরই মধ্যে সকল আয়োজন সম্পন্নের পথে। এছাড়াও শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে উপজেলা ও পুলিশ প্রসাশন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সুচারুভাবে দুর্গাপূজার নিরাপত্তার প্রস্তুতি নিয়েছেন। 

এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. শাহবুদ্দিন জানান, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। সকল পূজামণ্ডপে যাতে শান্তিপূর্নভাবে পূজা অনুষ্ঠিত হয়, সেদিকে আমাদের নজরদারি থাকবে। 

এমএসএম / জামান

‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়

শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন