কৃষির জন্য, কৃষকের জন্য শেকৃবি
রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। উচ্চতর কৃষি শিক্ষার বিস্তারের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থীরা কৃষকের মানোন্নয়নে সদা নিবেদিত। সাম্প্রতিক সময়ে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের আকস্মিক বন্যাপরবর্তী কৃষি ও কৃষকের ক্ষতি পোষাতেও এগিয়ে এসেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বন্যাপরবর্তী সময়ে প্রান্তিক কৃষকদের আর্থিক বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষকদের পাশে দাঁড়াতে বিনামূল্যে ধানের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছিলেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা নিজ ইচ্ছায় তিন একর জমিতে বীজ চারা উৎপাদনের কাজ করছেন। ছেলে-মেয়ে নির্বিশেষে কাদাপানিতে নেমে নিজের হাতেই করেছেন বীজ বপনের কাজ। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত করছেন পরিচর্যা। শিক্ষার্থীদের এমন উদ্যোগ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সর্বমহলে সমাদৃত হয়েছে।
তৃতীয় ধাপে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ৪০০ কেজি ধানের বীজ থেকে উৎপাদিত ১০ একর জমিতে চাষযোগ্য ধানের চারা, প্রয়োজনীয় সার, কীটনাশক এবং পাঁচ হাজার মুরগির বাচ্চা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ আহমেদ বলেন, ৫ আগস্টের পর আমাদের সামনে দেশ সংস্কারের পাশাপাশি বেশকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হই। ফেনী, নোয়াখালীর বন্যার ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়। আমরা পুনর্বাসনের ক্ষেত্রে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস চাষ পুনর্বাসনে কাজ করছি।
চারা উত্তোলন এবং বিতরণ কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের সঙ্গে মাঠে সরাসরি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ। তিনি বলেন, শিক্ষার্থীদের এই মহান উদ্যোগকে স্বাগত জানাই। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে, বন্যাপরবর্তী খাদ্য সংকট নিরসনে নিঃসন্দেহে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এটা মূলত শিক্ষার্থীদেরই উদ্যোগ। শিক্ষক হিসেবে আমরা তাদের পরামর্শ দিয়ে, বিভিন্ন জায়গায় যোগাযোগ করিয়ে দিয়ে সহযোগিতা করছি।
উল্ল্যেখ্য, এর আগে বন্যার্তদের মাঝে প্রায় তিন হাজার ফল-সবজির চারা এবং প্রায় পাঁচ হাজার মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
এমএসএম / জামান
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল