হয়রত আলী ও ইবু এখন সিলেট সীমান্তের চোরাচালানের নিয়ন্ত্রক হেলোয়ারের লাইনম্যান

দীর্ঘ ১৫ বছর ঘাপটি মেরে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ইমরান আহমদের সাথে থাকা ব্যক্তিরাও এখন বিএনপি-জামায়াতের ত্যাগী নেতা দাবি করতে শুরু করেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির অঙ্গসঙ্গগঠনের নামে চালায় ব্যাপক লুটপাট। দুটি পাথর কোয়ারি ও সরকারি-বেসরকারি স্থাপনায় লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন বাহিনীর বিরুদ্ধে।
সরকারি হিসাবে জাফলং জিরো পয়েন্ট থেকে এক কোটি ঘনফুট পাথর লুট করা হয়েছে, যার আনুমানিক মূল্য শতকোটি টাকা। এসব লুটপাটের সঙ্গে কয়েকজন বিএনপি ও যুবদল নেতার নাম এলেও তারা এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তবে ঘটনার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এসব ঘটনায় সরকারি বা ব্যক্তিগত ক্ষতিগ্রস্তরা কেউ অভিযোগ দেয়ার সাহস পাচ্ছেন না। যদিও এক গ্রুপ আরেক গগ্রুপকে দায়ী করছে এমন ঘটনার জন্য। গত ৫ আগস্ট বিকাল থেকে ৬ আগস্ট পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট থেকেই এক কোটি ঘনফুট পাথর লুট করা হয়েছে। তামাবিল স্থলবন্দরসংলগ্ন কাস্টমস গুদাম ও কর্মকর্তাদের আবাসিক এলাকায়ও ব্যাপক লুটপাট চালানো হয়েছে।
সিলেট কাস্টমস বিভাগের যুগ্ম-কমিশনার জাহাঙ্গীর আলম জানান, কাস্টমস গুদাম থেকে প্রায় সোয়া ৬ কোটি টাকার মালামাল ট্রাক দিয়ে লুট করেছে দুষ্কৃতকারীরা। জাফলং ও গোয়াইনঘাট সদরে ব্যক্তিগত স্থাপনায় লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনাও ঘটেছে। জাফলংয়ে ব্যক্তিগত স্থাপনায় হামলার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার সাধারণ মানুষের ওপর শুরু হয় জুলুম-নির্যাতন ও নিপীড়ন। অথচ বিগত সরকারের শাসনামলে এরা ছিল সাবেক মন্ত্রী ইমরানের খাস লোক ও ঘনিষ্টজন হিসেবে অতিপরিচিত।নিপীড়নের শিকার ব্যক্তিরা থানায় মামলা করতে গেলে বিএনপির কয়েকজন চিহ্নিত নেতার চাপে মামলা নেননি সাবেক ওসি হারুন অর রশিদ। কেউ মামলা করতে গেলে বাদীদের চাপ দেয়া হতো মামলা থেকে জাফলং এলাকার সাবেক মন্ত্রীর খাসলোক হিসাবে পরিচিত চাঁদাবাজদের নাম বাদ দিয়ে মামলা দেয়ার জন্য।
এদিকে সরকার পতনের পর সীমান্ত এলাকার চোরাচালানের একক নিয়ন্ত্রণ নিয়ে যায় বিএনপি নামধারী একটি চক্র, যারা বরখাস্তকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির শাহ আলম স্বপনের একান্ত আপনজন। স্থানীয়দের মতে, চোরাচালানের পাশাপাশি ওপেন লুটপাটে অংশ নেন পূর্ব জাফলং ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ আলম স্বপনের পিএস মিজানুর রহমান হেলোয়ার, সাবেক চেয়ারম্যান স্বপনের বডিগার্ড ইসলাম উদ্দিন, যার দায় পড়তে শুরু করে গোটা উপজেলা বিএনপির ওপর। যদিও বিএনপির ত্যাগী কোনো নেতাকর্মী এমন লুটপাটে জড়িত নন বলে স্থানীয় লোকজন জানান। সাবেক সরকারের আমলে মন্ত্রীর কাছে থাকা সুবিধাভোগীরাই লুটপাট চালায়।
স্থানীয় একাধিকজনের সাথে কথা বলে জানা যায়, গত ৫ আগস্ট রাতে সীমান্ত চোরাচালানের শীর্ষ লাইনম্যান ও চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ হযরত আলীকে শেল্টার দেয়ার কথা বলে সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপনের পিএস মিজানুর রহমান হেলোয়ার ও ইউসুফ আহমেদ এবং আজির উদ্দিন ১০ লাখ টাকা নিয়েছেন। বর্তমান সীমান্তের চোরাচালানের শীর্ষে থাকা লাইনম্যান হযরত আলীর বাড়ি ও বহিষ্কৃত চেয়ারম্যান স্বপনের পিএস মিজানুর রহমান হেলোয়ারের বাড়ি পাশাপাশি গ্রামে হওয়ায় হযরত আলী ও ইবুর মাধ্যমে চোরাচালান নিয়ন্ত্রণ করছেন হেলোয়ার।
সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি থেকে বহিষ্কৃত শাহ্ আলম স্বপনকে ম্যানেজ করে দেশের কঠিন পরিস্থিতিতে পুলিশ ও বিজিবি মাঠে না থাকায় চাদাঁবাজ-চোরাচালান চক্র সুযোগটি কাজে লাগিয়ে মাত্র দুই মাসের ভেতরে কোটি কোটি টাকা হাতিয়েছে। তাদের চাঁদাবাজির বিষয়টি ধরা পড়ে সম্প্রতি জাফলং মামার বাজার এলাকায়। উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন রাতে চাঁদাবাজির সময় ব্যবসায়ী ও জনতার হাতে আটক হন।
স্থানীয়রা জানান, ওই দিন রাতে কয়েকটি চিনির গাড়ি জাফলং থেকে হরিপুর আসার পথে গতিরোধ করেন এ দুজন। গাড়িগুলোর মালিক হরিপুর এলাকার বাসিন্দা। কিন্তু ইউসুফ ও আজিরকে চাঁদা না দেয়ায় একাধিক ব্যবসায়ীকে মারধর করে তারা লুটপাট করে নিয়ে যায়।বিষয়টি হরিপুরের ব্যবসায়ীরা জানতে পেরে হরিপুর থেকে জাফলং মামার বাজারে এলে চাঁদাবাজদের স্পটে দেখা যায়। এ সময় চাঁদাবাজ ইউসুফ ও আজির ব্যবসায়ীদের উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আক্রমণ করতে চাইলে ব্যবসায়ীদের শোর-চিৎকারে বাজারে থাকা ও আশপাশের লোকজন ছুটে আসেন।
পরিস্থিতি বেগতিক দেখে যুবদল নেতা ইউসুফ সাবেক উপজেলা চেয়ারম্যানের পিএস হেলোয়ারকে ফোন দিলে তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ আলম স্বপনকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন। ইউসুফ ও আজির ১০০ বস্তা চিনি জোরপূর্বক নিয়ে যাওয়ার প্রমাণ পেয়ে চেয়ারম্যান শাহ্ আলম স্বপন ঘটনাস্থলে গিয়ে জনসম্মুখে বিব্রত অবস্থায় পড়েন। কারণ চাঁদাবাজরা তার নিজস্ব বলয়ের লোকজন। পরে স্বপন নিজে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজদের পক্ষ থেকে মাফ চেয়ে বলেন, তাদের ভুল হয়ে গেছে, ভবিষ্যতে এরকম কর্মকাÐ আর করবে না। আমি কথা দিচ্ছি, আগামীকাল থেকে আপনাদের চিনি হরিপুর বাজারে পৌঁছে দেয়া হবে আমার জিম্মায়। এরকম একটি ভিডিও আসে এই প্রতিবেদকের কাছে। মূলত ইউসুফ এবং আজির ও হযরতের শেল্টারদাতা শাহ্ আলম স্বপনের পিএস মিজানুর রহমান হেলোয়ার।
ইউসুফ ও আজির এবং হযরত মিলে চাঁদাবাজিসহ চোরাচালান এবং লুটপাট থেকে আদায়কৃত অর্থ যায় মিজানুর রহমান হেলোয়ারের কাছে। মিজানুর রহমান হেলোয়ার তার গুণ্ডাবাহিনীর মাঝে নিজেই চাঁদাবাজির টাকা বণ্টন করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতি জাফলং জিরো পয়েন্টে চোরাচালানের লাইনম্যান হযরতের সাথে অবৈধ টাকার হিসাব নিতে গিয়ে সাংবাদিকদের গোপন ক্যামেরায় ধরা পড়েন সাবেক উপজেলা চেয়ারম্যানের পিএস যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার ও উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ।
এমএসএম / জামান

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
